১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ণ
প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০

Manual6 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual6 Ad Code

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ।
প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলা পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রশ্নপত্রের ফটোকপি ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আটকদের মধ্যে দুইজনের বাড়ি মাদারীপুর জেলায়, একজনের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এবং বাকি ৭ জনের বাড়ি নাগেশ্বরী উপজেলায়। আটকদের মধ্যে মিনারুল ইসলাম নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

Manual8 Ad Code

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, ‘পরীক্ষা শুরুর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের প্রস্তুতির সময় ১০ জনকে আটক করা হয়েছে।

Manual4 Ad Code

আটকদের কাছে প্রশ্নপত্রের ফটোকপি ও ডিভাইস পাওয়া গেছে। তবে পরীক্ষার কেন্দ্রে দেয়া প্রশ্নপত্রের সঙ্গে আটকদের কাছে পাওয়া প্রশ্নপত্রের মিল আছে কি না, তা এখনও মিলিয়ে দেখা হয়নি।’

Manual2 Ad Code

উল্লেখ্য, শুক্রবার বিকেল ৩টায় কুড়িগ্রামের নাগেশ্বরী, সদর ও উলিপুর উপজেলার ৩৮টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় ২৪ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code