২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ডিএমপি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২.৫ কেজি গাঁ’জা উদ্ধার আটক ১ মহিলা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৮:০৫ অপরাহ্ণ
ডিএমপি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২.৫ কেজি গাঁ’জা উদ্ধার আটক ১ মহিলা

Manual3 Ad Code

মোঃ শফিয়ার রহমান:: ডিএমপি তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ গাজী শামীমুর রহমান এর নেতৃত্বে চৌকস অভিযানিক টিম গতরাত ১১.৩০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুর্বনাখালপাড়া সমিতি বাজার ২৩৮ নং হাজিবাড়ী নয়নতারা (৪০) এর ঘরে অভিযান চালিয়ে চাউলের বস্তায় রক্ষিত স্কচটেপ দিয়ে পেচানো ৫ পোটলায় ১২.৫ কেড়ি (সাড়ে বারো) কেজি অবৈধ মাদকদ্রব্য গা’জা সহ মাদক ব্যাবসায়ী ১) নয়নতারা (৪০) কে হাতেনাতে আটক করেন সেসময় পোষাকপরা পুলিশের উপস্তিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ী ২)বাদশা (৩৫) বাদশার বউ ৩) মনি (৩০) ও ৪)নাজমা (৪৫)পালিয়ে যায়।

জানা যায় নয়নতারা (৪০) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার চরকোদর গ্রামের তাইজুদ্দীন এর স্ত্রী।

Manual3 Ad Code

অভিযানে ছিলেন উপপরিদর্শক রুহুল আমিন উপপরিদর্শক জিহান হোসাইন উপপরিদর্শক মুরশিদুল আলম উপপরিদর্শক সাইফুল ইসলাম উপপরিদর্শক মমিনুল ইসলাম সহঃ উপপরিদর্শক আব্দুল জলিল সহঃউপপরিদর্শক গোলাম রসুল সহঃ উপপরিদর্শক মেহেদী হাসান কং সুজন সরকার কং বেলাল হাসান হোসেন নারী কনষ্টেবল আক্তার।

Manual1 Ad Code

এ ঘটনায় উপপরিদর্শক নিঃ রুহুল আমিন আলামত জব্দ করে ধৃত মহিলা আসামী ও পলাতক আসামিদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code