২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ডেভিলহান্টে গ্রেফতার আসামির ছবি তুলতে গিয়ে নারী সাংবাদিকের শ্লীলতাহানি, থানায় মামলা

admin
প্রকাশিত মার্চ ১১, ২০২৫, ০২:৩০ অপরাহ্ণ
ডেভিলহান্টে গ্রেফতার আসামির ছবি তুলতে গিয়ে নারী সাংবাদিকের শ্লীলতাহানি, থানায় মামলা

Manual3 Ad Code

তানিন আফরিন

Manual2 Ad Code

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ডেভিলহান্টে গ্রেফতার আসামির ছবি তুলতে গিয়ে নারী সাংবাদিক তানিন আফরিন লাকীর শ্লীলতাহানির ঘটনায় ৪ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের হয়েছে। মামলার আসামিরা হলো- সুদীপ্ত সরকার, রবিউল ইসলাম ব্যাংকার, সিদ্দিকুর রহমান ও ফরিদ মিয়া।
মামলা সুত্রে জানা যায়, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া কলেজের অধ্যক্ষ ও ফুলছড়ি যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকনকে গত ৭ মার্চ ডিভিলহান্টের আসামি হিসেবে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। তাকে ওইদিন বিকেলে আদালতে নিয়ে আসা হলে দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার তানিন আফরিন লাকী ছবি তুলতে যান। এসময় রাশেদুজ্জামান রোকনের ছেলে সুদীপ্ত সরকারসহ দুর্বৃত্তরা সাংবাদিক লাকীর ওপর চড়াও হয়। তারা ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, মারপিট ও তার শ্লীলনতাহানি করে। এসময় দুর্বৃত্তরা তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল, ক্যামেরা ছিনিয়ে নেয়। এ ঘটনায় সাংবাদিক তানিন আফরিন লাকী ওই রাতেই গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ করেন। এই অভিযোগটি সদর থানায় মঙ্গলবার মামলা হিসেবে অন্তর্ভূক্ত করা হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর ইসলাম তালুকদার মামলা দায়ের কথা স্বীকার করে বলেছেন, মামলার কাগজটি ফুলছড়ি থানায় পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code