ছাতক প্রতিনিধিঃ- বিগত ২০ সেপ্টেম্বর হতে ছাতক থানার অফিসার ইনচার্জ ওসি হিসেবে গোলাম কিবরিয়া হাসান দায়িত্বভার গ্রহন করার পর থেকে,থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা কিছু টা উন্নতি হয়েছে।
এমনকি সাংবাদিক নামে অপ-সাংবাদিকতা কারীদের,থানায় দৌড়ঝাপ কমেছে,কারন গোয়েন্দার একটি টিমের যৌত অনলাইন জরিপে মূলধারার সাংবাদিকদের চিহ্নিত করা হয়েছে।
বর্তমানে সাংবাদিক পরিচয়ে থানায় দালালি করার সুযোগ নেই,তাই থানা ছাড়া বেশ কিছু অনলাইন সাংবাদিক, বিভিন্ন লাইভ পেইজের পরিচয়ে এসআইদের সাথে সম্পর্ক করে তালবাহানার দিন শেষ এসআইরা ও বুঝে গেছেন তাদের আসল রুপ
কথায় কাজে মিল নেই এমন কিছু সাংবাদিক গোয়েন্দা অনুসন্ধানী টিমের অনলাইন জরিপে ধরা পড়েছেন।
বেশ কয়জন অনলাইন সাংবাদিকদের অনিয়ম দুর্নীতি ভিডিও সহ তথ্য হাতে রয়েছে। মূলাধারার সাংবাদিক ছাড়া যে কেউ সাংবাদিক পরিচয়ে থানায় এসে দালালী করতে চাইলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে থানা পুলিশ।
Sharing is caring!