১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মুস্তাফিজকে দলে নেয়ায় শাহরুখকে ‘দেশদ্রোহী’ বললেন বিজেপি নেতা

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৬, ০৭:৩২ অপরাহ্ণ
মুস্তাফিজকে দলে নেয়ায় শাহরুখকে ‘দেশদ্রোহী’ বললেন বিজেপি নেতা

Manual1 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবারের আইপিএল নিলামে বড় অঙ্কের অর্থ দিয়ে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তোপের মুখে পড়েছেন বলিউড বাদশা শাহরুখ।

মুস্তাফিজকে দলে নেয়ায় তোপের মুখে শাহরুখ খান।

মুস্তাফিজকে দলে নেয়ায় শাহরুখকে গাদ্দার বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোম।

Manual8 Ad Code

এনডিটিভির খবর, ভারতের মিরাটে এক জনসভায় সোম বলেন, একদিকে বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে, অন্যদিকে, আইপিএলে ক্রিকেটারদের কেনা হচ্ছে। বিশ্বাসঘাতক চলচ্চিত্র অভিনেতা শাহরুখ খান বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি টাকায় কিনেছেন।

তিনি আরও বলেন, এই ধরনের বিশ্বাসঘাতকদের এই দেশে থাকার কোনও অধিকার নেই।

শাহরুখের উদ্দেশ্যে সঙ্গীত সোম আরও বলেন, এই দেশের মানুষ আপনাকে এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। যদি আপনি টাকা পান, তাহলে আপনি এই দেশ থেকে পাবেন। কিন্তু আপনি দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন।

Manual1 Ad Code

বিজেপি নেতা আরও বললেন, ‘রহমানের মতো খেলোয়াড়, যাদের ১৬ ডিসেম্বর আইপিএল খেলোয়াড়দের নিলামে ৯.২ কোটি টাকায় কেনা হয়েছিল, তারা ভারতে এলে বিমানবন্দর থেকে বের হতে পারবে না।

Manual6 Ad Code

এদিকে কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত বিজেপির সমালোচনা করে বলেছেন, “এটি একটি ‘বিশ্বাসঘাতক’ দল। তারা শাহরুখ খানকে শুধুমাত্র মুসলিম বলে আক্রমণ করছে।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code