পাবনা জেলা প্রতিনিধিঃ
চাটমোহর–ভাঙ্গুরা–ফরিদপুর (পাবনা-৩) আসনে রাজনীতিতে যখন হতাশা ও অনাস্থার কথা বেশি শোনা যায়, ঠিক তখনই গণফোরামের মনোনীত প্রার্থী সরদার আশা পারভেজ হয়ে উঠছেন তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক এবং পরিবর্তনের শক্তিশালী বার্তা।
সরদার আশা পারভেজ রাজনীতিকে দেখেন ক্ষমতা অর্জনের মাধ্যম হিসেবে নয়, বরং জনগণের সেবার একটি নৈতিক হাতিয়ার হিসেবে। তার বক্তব্য ও কর্মকাণ্ডে বারবার উঠে আসে সৎ নেতৃত্ব, স্বচ্ছ রাজনীতি এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়।
তরুণদের উদ্দেশে তিনি বলেন,“ক্ষমতা নয়, মানুষের আস্থা অর্জনই রাজনীতির প্রকৃত শক্তি।”
তরুণদের জন্য আলাদা গুরুত্ব কেন?
সরদার আশা পারভেজ তরুণ সমাজকে দেশের ভবিষ্যৎ শক্তি হিসেবে বিবেচনা করেন। তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে, শিক্ষা ও কর্মসংস্থানের বাস্তবভিত্তিক পরিকল্পনা, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়, ডিজিটাল দক্ষতা ও তরুণ উদ্যোক্তা তৈরিতে সহায়তা, রাজনীতিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ।
স্থানীয় তরুণ সমাজের মতে, সরদার আশা পারভেজ কোনো অলীক স্বপ্ন দেখান না। তিনি কথা বলেন বাস্তবতা থেকে, সমস্যার গভীরে গিয়ে। তার ভাষা সহজ, স্পষ্ট এবং সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য।
জনতার বার্তা: “আমরা পরিবর্তন চাই”
চাটমোহর, ভাঙ্গুরা ও ফরিদপুরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ স্পষ্ট ভাষায় বলছেন, “আমরা আর পুরোনো ধারা চাই না, আমরা চাই আশার রাজনীতি।”
জনগণের প্রত্যাশা এমন এক নেতৃত্ব, যে রাজনীতি মানুষকে বাঁচতে শেখায়, জীবনের মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে এবং ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করে সর্বদা মানুষের পাশে থাকবে।
নারী ভোটারদের কণ্ঠে শক্ত বার্তা, বিশেষ করে নারী ভোটারদের মধ্যে সরদার আশাকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে। তারা বলছেন “দীর্ঘদিন ধরে পুরুষ প্রতিনিধিদের দেখেছি। এবার আমরা একজন নারী প্রার্থী পেয়েছি। নারী নেতৃত্বই আমাদের ন্যায্যতা ফিরিয়ে দিতে পারে।
নারী ভোটারদের মতে, নারীর কোমল মন মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়ক। তাই তারা সরদার আশা পারভেজকে অভিভাবক হিসেবে সংসদে পাঠাতে চান।
নারীদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে স্লোগান, “৭০ পাবনা-৩ এর নারী এক হও, নারীকে অভিভাবক হিসেবে সংসদে পাঠাও।
এই আহ্বানে অংশ নিচ্ছেন ফরিদপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল পুঙ্গলী, ডেমরা, হাদল, বেড়হাওলিয়া, ভেড়ামাড়া সহ গ্রামগঞ্জের নারীরা। ভাঙ্গুড়া অঞ্চলেও নারীদের মধ্যে নারীর প্রতি মায়া, মমতা ও সহমর্মিতা প্রবলভাবে কাজ করছে।
অন্যদিকে ভোটার সংখ্যায় এগিয়ে থাকা চাটমোহর উপজেলায় একাধিক প্রার্থী থাকায় অনেকে প্রকাশ্যে মুখ না খুললেও, আড়ালে নারীদের পক্ষেই সমর্থনের কথা জানাচ্ছেন। অনেকেই বলছেন, “যদি নারী প্রার্থী হতো, আমরা তাকেই ভোট দিতাম।
এই প্রেক্ষাপটে শিক্ষিত, আইন বিষয়ে অধ্যয়নরত এবং সমাজ সচেতন সরদার আশা পারভেজ নারীদের কাছে আশার আলো হয়ে উঠেছেন। তার শিক্ষা ও যোগ্যতা কেবল চাকরির জন্য নয়, বরং মানুষের কথা বোঝা এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্যই নিজেকে প্রস্তুত করেছেন বলে জানান স্থানীয়রা।
উন্নয়নের মানবিক রূপরেখা গণফোরামের এই প্রার্থী প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানে সমান গুরুত্ব দিয়ে একটি ন্যায্য, স্বচ্ছ ও মানবিক উন্নয়ন মডেল বাস্তবায়নের।
আজ পাবনা-৩ আসনে সরদার আশা পারভেজ কেবল একজন প্রার্থী নন তিনি হয়ে উঠছেন তরুণদের স্বপ্নের কণ্ঠস্বর, নারীদের ভরসার জায়গা এবং জনতার পরিবর্তনের প্রতীক।
Sharing is caring!