ডেস্ক রিপোর্ট, মনপুরা
কোস্ট ফাউন্ডেশন সংগঠীত কলাতলী ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের ঘোলের খালের পাপড়ি সমিতির সদস্য লাইজু (২৫)স্বামী: ইউসুফ সমিতির আইডি নং ৬১৬৪ গত ৩০-০১-২০২৫ তারিখে ১ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন আমাদের কলাতলী শাখা থেকে তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সে অনুযায়ী তার বাড়ির ১৭ কড়া জমিতে বাড়ির পুর্বপাশে পুকুর, সেই পুকুরের চার পাশে তিনি ১১০ টি আপেল কুল বড়ই গাছের চারা রোপন করেন ।
পুর্ব থেকেই তিনি এ বিষয়ে সাতক্ষিরা থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন সেই প্রশিক্ষণ কাজে লাগিয়ে তার বাড়ির চারপাশে গড়ে তোলেন আপেল কুল বড়ই বাগান।
তিনি বলেন প্রায় ১৭ লক্ষ টাকা তিনি এখানে মূলধন ইনভেস্ট করেছেন বলে জানান,তিনি বলেন এক সময়ে গার্মেন্টেসে পোষাক শ্রমিক হিসেবে কাজ করতাম ঢাকায়।
কিন্তু মন পড়ে থাকত মনপুরার বাড়িতে কি ভাবে নিজেকে উদ্যেক্তা হিসেবে তৈরি করব ধীরে ধীরে স্বপ্ন বাস্তবায়নের জন্য মাঠে নেমে পড়ি তারই ভিত্তিতে এখন আমাদের বাগানে প্রায় ৮০ মন বড়ি রয়েছে প্রতিদিন ২ থেকে ৩ মন করে বিক্রি করছি। প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা প্রতিদিন ই আয় হচ্ছে।
আশা করছি নিজের ভাগ্য পরিবর্তনে নিরলস ভাবে কাজ করে যাব , তার পরিবারের ২ ছেলে ২ মেয়ে বড় মেয়ে মীম ক্লাস সিক্স পর্যন্ত লেখাপড়া করেছেন বর্তমানে মা ও বাবার কাজে সহায়তা করেন মা(লাইজু বেগম ) বলেন প্রতিদিন ই গাছে পানি দিতে হয় এ কাজে সবচেয়ে বেশি সহায়তা করেন বড় মেয়ে মীম ।
তাদের ছোট মেয়ে ২য় শ্রেনীতে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাইজু বেগম এর স্বামী ইউসুফ বলেন মহান আল্লাহ চাইলে আমাদের পরিবর্তন করে দিবেন কোস্ট ফাউন্ডেশন আমাদের স্বপ্ন পুরণে সহায়তা করছেন এ কারণে কোস্ট ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন ।
এবিষয়ে কোস্ট ফাউন্ডেশন এর কর্মকর্তা মো ফজলুল রহমান বলেন,উদ্যোক্তা উন্নয়নে আমরা সদস্যদের সকল সহযোগিতা করতেছি,এবং সদস্যদের আরো উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর ভাবে কাজ করছি।
Sharing is caring!