৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পদের জন্য রাজনীতি করিনা,এই দলের জন্য হাজারবার পদ ছাড়তে রাজি আছি : মোস্তাফিজুর রহমান নওশাদ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৯:২৫ অপরাহ্ণ

Manual1 Ad Code

এম.কে.তালুকদার,সিলেট থেকে::: ছোট বেলা থেকে শুরু “শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ” অতঃপর স্কুল কলেজের গন্ডি পেরিয়ে নিজের জীবন যৌবন উৎসর্গ করে দলকে ভালোবেসে কতো রত , কতোবার পরিবার পরিজন ও প্রিয়জন থেকে রিমুভ হয়েছি,সেইসব শুধুই ইতিহাস।

 

মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী আমি এবং তরুণ্যের অহংকার আগামীর দেশনায়ক জননেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমি এবং আমার বন্ধু-বান্ধব, সহকর্মী, সহযোদ্ধাদের নিয়ে নিরলস প্রচেষ্টার মাধ্যমে আন্দোলন সংগ্রামে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

কিন্তু কিছু কথা, কিছু ইতিহাস, কিছু অজানা অনুভব তথা অনুভূতির প্রকাশ হয়না আর সে জন্যেই আজ আমার প্রিয় একজন কলম সৈনিকের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসা শৈশব কৈশোর থেকে যৌবন পর্যন্ত বুকে লালন করা ” মা, মাটি ও গণমানুষের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আমি ও আমার সহকর্মী সহযোদ্ধাদের জীবন কাহিনী। জেল-জুলুম, হামলা-মামলায় একসময় অনেক ত্যাগী নেতাদেরও দেশ ত্যাগ করে যেতে দেখেছি কিন্তু কখনো, কোনদিন এই চিন্তা করিনি।

Manual6 Ad Code

আওয়ামী  স্বৈরশাসকের বিরুদ্ধে রাজপথে থেকে সহকর্মী সহযোদ্ধাদের নিয়ে লড়াই করেছি।বিনিময়ে মিথ্যা মামলায় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কতো রত পার করেছি, হয়তো মনে নেই। তবে আফসোস হচ্ছে কোনদিন পোস্ট কিংবা পদবি চাই নি,’ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড় ‘ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই শ্লোগান ছিলো আমার রাজনৈতিক জীবনের মূলমন্ত্র।

Manual3 Ad Code

 

কিন্তু সাম্প্রতিক সময়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের বিতর্কিত কমিটি সংশোধন করা জরুরি মর্মে হাজার হাজার নেতাকর্মীদের অসন্তোষের মুখে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সিলেট জেলা ও মহানগর যুবদলের বিতর্কিত কমিটি সংশোধন করেন।

আমরূ মনে থেকে চেয়েছিলা যে,আওয়ামী  স্বেচ্ছাসেবক লীগকে যুবদল কমিটি থেকে যেন বাদ দেওয়া হয়, আর সেকারণেই  মুলতঃ  আন্দোলন করি।

Manual7 Ad Code

অবশেষে তারা বাদ পড়ে এটাই আমার আন্দোলনের জয়,কিন্তুু পরিশেষে আমি যুবদলের কমিটি থেকে নিজেই বাদ হয়ে গেলাম সমস্যা নয় আমি হাজার বার এই দলের জন্য বাদ পড়তে রাজি কিন্তুু কোন আওয়ামী লীগ লীগের কোন কর্মী বা নেতা আমাদের বিএনপির কমিটির পদ না পায় এদিকে আপনারা সবাই খেয়াল রাখবেন।

Manual6 Ad Code

আমি হাজারো বার এই কমিটি থেকে বাদ হতে রাজি আছি কিন্তুু কোন দালাল যেন আমাদের বিএনপিকে দংশ না করতে পারে এদিকে আপনারা সবাই খেয়াল রাখবেন আমি কোন পদে আছি বা নাই সেটা বড় কথা নয় আমি পদের জন্য রাজনীতি করি না এই দলের জন্য হাজার পদ ছাড়তে রাজি আছি তারপরেও যেন আমার কোন জাতীয়তাবাদী ভাই যেন কমিটি থেকে বাদ না পড়ে এই কামনা করি।

সব সময় ভালো থেকো রাজপথে থেকে হামলা মামলার সম্মুখীন হওয়া সকল প্রিয়জন, প্রিয় সংগঠন যুবদল। দেখা হবে রাজপথে কথা হবে মিছিলে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code