১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ১,১২,৪৬৩ পিস ইয়াবা সহ গ্রেফতার – ১ মহিলা

admin
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ
বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ১,১২,৪৬৩ পিস ইয়াবা সহ গ্রেফতার – ১ মহিলা

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট

ক্সবাজারের উখিয়া থানাধীন বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০, এলাকা হতে র‌্যাব-১৫ ও ডিজিএফআইয়ের যৌথ অভিযানে ১,১২,৪৬৩ (এক লক্ষ বার হাজার চারশত তেষট্টি ) পিস ইয়াবাসহ ০১ জন মহিলা মাদক কারবারি গ্রেফতার।

Manual2 Ad Code

র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসবাদ দমন, অস্ত্র ও মাদক চোরাচালান নিয়ন্ত্রনে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছে। কক্সবাজার সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদক ও অস্ত্র কারবারিরা সহজেই চোরাচালান করার সুযোগ পাচ্ছে। এমতাবস্থায় র‌্যাব নিজস্ব গোয়েন্দা নজরদারির পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে।

Manual3 Ad Code

এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১৫ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও তাত্ত্বাবধানে অদ্য ২৫/১০/২০২৫ খিঃ তারিখ মধ্যরাতে র‌্যাব-১৫, সিপিসি-২( হোয়াইক্যং ক্যাম্প) এবং ডিজিএফআই কক্সবাজার এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালি ইউনিয়নের ২ নং ওয়ার্ড বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক-ডি/১১ এলাকায় একজন মাদক কারবারি মাদকের একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে।

উক্ত তথ্যের ভিত্তিতে অভিযানিক দলটি বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি দিলবাহার এর বসত ঘর তল্লাশি করে ১,১২,৪৬৩ ( এক লক্ষ বার হাজার চারশত তেষট্টি) পিস ইয়াবা উদ্ধার পূর্বক দিলবাহারকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

আটককৃত মাদক কারবারির পরিচয়ঃ ১) দিলবাহার (৫০), স্বামী-মৃত আইয়ুব, পিতা-মৃত লাল মিয়া, মাতা-মৃত বেগম বাহার, সাং-বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক নং-ডি/১১, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।

Manual7 Ad Code

উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code