১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

লংগদুতে DGFI ছদ্মবেশে চাঁদাবাজি: ৪ যুবক আটক

admin
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
লংগদুতে DGFI ছদ্মবেশে চাঁদাবাজি: ৪ যুবক আটক

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি

রাঙামাটির লংগদু উপজেলায় ডিজিএফআই (DGFI) পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চার যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

Manual3 Ad Code

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাইট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকরা নিজেদের DGFI সদস্য পরিচয় দিয়ে জুয়াড়িদের আটক করে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেগুনবাগান এলাকায় একদল ব্যক্তি জুয়া খেলতে এলে অপর একটি দলের চারজন নিজেদের DGFI সদস্য পরিচয় দিয়ে তাদের আটক করে।

এ সময় তারা জুয়াড়িদের মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়।

পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তারা ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট সবাইকে লংগদু জোনে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তদের লংগদু থানায় হস্তান্তর করা হয়।

Manual5 Ad Code

আটককৃতরা হলেন— ১. কসাই একরামুল হক (২৫), ২. মোটরসাইকেলচালক রাজু আহমেদ (২২), ৩. পিকআপচালক মো. ইয়াছিন আলী (৩২), ৪. পিকআপচালক মো. শাহজাহান (৩৬)। তারা সবাই রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলাকার বাসিন্দা।

Manual2 Ad Code

লংগদু থানার তদন্ত কর্মকর্তা (ওসি) স্বরজিত দে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং সোমবার তাদের আদালতে পাঠানো হবে।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code