১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

১৪ দিনেও নুরা পাগলার লাশ পচন ধরেনি.কবর থেকে তুলে রাস্তায় পুড়িয়ে দেওয়া হলো.

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৫, ১১:৪৭ অপরাহ্ণ
১৪ দিনেও নুরা পাগলার লাশ পচন ধরেনি.কবর থেকে তুলে রাস্তায় পুড়িয়ে দেওয়া হলো.

বিশেষ প্রতিনিধি।

গত ১৪ দিনেও নুরা পাগলার লাশে পচন ধরেনি। তার লাশ যখন কবর থেকে তোলে তখনও তা অক্ষত অবস্থায় ছিলো।

জানামতে লাশ ৩ দিনের মধ্যে পচন ধরার কথা। দুর্গন্ধ ছড়ানোর কথা। কিন্তু এ সকল কিছুই হয়নি লাশের। ফলে লাশটাকে আধা কিলোমিটার দূরে নিয়ে রাস্তার মধ্যে পুড়িয়ে দিয়ে উল্লাস করতে পেরেছে। পৃথিবীর ইতিহাসে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার কোন নজির নেই।

শুক্রবার ৫ সেপ্টেম্বর এর ১৪ দিন আগে অর্থাৎ ২৩ আগস্ট ২০২৫ নুরা পাগলা নামের ব্যক্তিটি মৃত্যুবরণ করেন।

তিনি রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডের মো. হাতেম মোল্লার ছোট ছেলে। ইতিহাস হলো – শুক্রবার ৫ সেপ্টেম্বর নুরা পাগলার লাশ কবর থেকে তুলে রাস্তার উপরে পুড়িয়ে দেওয়া হয়।

Sharing is caring!