
বিশেষ প্রতিনিধি।
গত ১৪ দিনেও নুরা পাগলার লাশে পচন ধরেনি। তার লাশ যখন কবর থেকে তোলে তখনও তা অক্ষত অবস্থায় ছিলো।
জানামতে লাশ ৩ দিনের মধ্যে পচন ধরার কথা। দুর্গন্ধ ছড়ানোর কথা। কিন্তু এ সকল কিছুই হয়নি লাশের। ফলে লাশটাকে আধা কিলোমিটার দূরে নিয়ে রাস্তার মধ্যে পুড়িয়ে দিয়ে উল্লাস করতে পেরেছে। পৃথিবীর ইতিহাসে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার কোন নজির নেই।
শুক্রবার ৫ সেপ্টেম্বর এর ১৪ দিন আগে অর্থাৎ ২৩ আগস্ট ২০২৫ নুরা পাগলা নামের ব্যক্তিটি মৃত্যুবরণ করেন।
তিনি রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডের মো. হাতেম মোল্লার ছোট ছেলে। ইতিহাস হলো – শুক্রবার ৫ সেপ্টেম্বর নুরা পাগলার লাশ কবর থেকে তুলে রাস্তার উপরে পুড়িয়ে দেওয়া হয়।
Sharing is caring!