
মো কামরুল হোসেন সুমন,মনপুরা
মানুষ মানুষের জন্য, জীবন জিবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ হতে পারে না!! তার প্রমান করলেন মনপুরার শ্রেষ্ঠ সন্তান মো কামাল হাওলাদার ভোলা জেলার মনপুরা উপজেলার ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড এর বাসিন্দা মো অহিদ পিতা মো মৃত উলিউল্লাহ বেপারী।
মো অহিদ দীর্ঘ দিন যাবৎ চর্মরোগে আক্রান্ত হয়ে তার সকল অর্থ সম্পদ বিক্রয় ও ধার দেন করে চিকিৎসা করেও সুস্থ হতে পারেনি তিনি।তাই তার ছেলে মেয়েদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন বর্তমানে।
তাই দেশবাসীর কাছে আর্থিক সাহায্য চেয়েছেন তিনি, এমন খবর জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকায় প্রকাশিত হওয়ার পর তার চিকিৎসার সকল খরচ বহন করার কথা জানান, মনপুরা ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন,৪নং ওয়ার্ড এর স্হায়ী বাসিন্দা এলাকার শ্রেষ্ঠ সন্তান মো কামাল হাওলাদার।
বর্তমানে মো অহিদ মিয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইবনেসীনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে ঐ এলাকার এক জন ব্যাক্তি জানিয়েছেন।
এছাড়াও মনপুরার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় তার অনুদান রয়েছে।এবং অসুস্থ অহিদ ভাইয়ের চিকিৎসার দায়িত্ব নেয়ায় মো কামাল হাওলাদার কে ধন্যবাদ জানান জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার মনপুরা প্রতিনিধি মো কামরুল হোসেন সুমন।
উক্ত মানবিকতায় মো কামাল হাওলাদার এর এলাকার অসুস্থ ব্যাক্তির চিকিৎসার দায়িত্ব নেয়ায় এমন মানবিকতায় এগিয়ে আসায় জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার সম্পাদক মো নজরুল ইসলাম তাকে অসংখ্য ধন্যবাদ জানান।
Sharing is caring!