১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তাহিরপুরে ভুয়া এনএসআই সদস্য আটক।

admin
প্রকাশিত আগস্ট ২২, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ
তাহিরপুরে ভুয়া এনএসআই সদস্য আটক।

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভুয়া এনএসআই সদস্য পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) রাত ৯টা ৪৫ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

Manual1 Ad Code

তাহিরপুর থানা পুলিশ জানায়, আটককৃত যুবকের কাছ থেকে এনএসআইয়ের লোগো সংবলিত ভুয়া পরিচয়পত্র এবং বহিঃ বাংলাদেশ ছুটি সংক্রান্ত একটি প্রজ্ঞাপনপত্র উদ্ধার করা হয়েছে।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, ওই যুবক নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্নজনকে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে আসছিল। আটক ব্যক্তির প্রকৃত নাম টিটুল বিশ্বাস। তিনি মধ্য তাহিরপুর গ্রামের (রায় পাড়া) সাধন বিশ্বাস ও সুষমা বিশ্বাসের ছেলে। ২০২৩ সালে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর তার নাম পরিবর্তন করে আরাফাত হোসাইন রাখেন। বর্তমানে তিনি সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মুজাম্মিল ও আমেনা খাতুনের সন্তান পরিচয় দিয়ে বসবাস করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি জাহাঙ্গীর নগর ইউনিয়নের নতুন গুদিগাঁও গ্রামের রুহুল আমিন হুজুরের মেয়ে তামান্নাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তিনি এনএসআইয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে অর্থ গ্রহণ করে আসছিলেন।

Manual8 Ad Code

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code