৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কারাগারে বন্ধুকে দেখতে গিয়া গাঁজা দি‌তে গি‌য়ে নিজেয় কারাগারে।

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৫, ০৬:০০ অপরাহ্ণ
কারাগারে বন্ধুকে দেখতে গিয়া গাঁজা দি‌তে গি‌য়ে নিজেয় কারাগারে।

বিশেষ প্রতিনিধি

পটুয়াখালী জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্ধুকে গাঁজা দিতে গিয়ে ধরা খেয়েছেন জিয়াউর রহমান জিয়া (৩৫) নামে এক ব্যক্তি। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে পটুয়াখালী জেলা কারাগারে এ ঘটনা ঘটে। জিয়াউর কলাপাড়া উপজেলার সুলতানগঞ্জ গ্রামের শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।

জানা গেছে, কারাগারের বন্দীদের সঙ্গে দেখা করার ঘরে প্রবেশের সময় তল্লাশিতে জিয়াউরের হাতের মুঠোয় কাগজে মোড়ানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব রায়হানের ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ জানান, কারারক্ষীদের সতর্ক নজরদারির কারণেই মাদকসহ ওই ব্যক্তিকে হাতেনাতে ধরা সম্ভব হয়েছে।

Sharing is caring!