
মোঃ কামরুল হোসেন সুমনঃ-
চরফ্যাশন উপজেলার বাসিন্দা মোঃ জিসান নামের এক ছেলে হারিয়ে গিয়েছে বলে জানা যায়,
চট্টগ্রাম ফিশারী ঘাট, ইছানগর থেকে ১৩ জুলাই হাড়িয়ে যায় ছেলেটি। এখন পর্যন্ত পাওয়া যায়নি তাকে।

নিখোঁজের নাম : মোঃ জিসান,
বয়সঃ ১৩ বছর,
পিতাঃ মোঃ শাহাজান,
মাতাঃ মৃত নুরনাহার,
তার পরিবার সূত্রে জানা যায় তারা পরিবার সহ চট্টগ্রাম থাকেন।
সেখান থেকে হারিয়ে যায় তাদের ১৩ বছরের ছেলে মো জিসান,তার সন্ধান যদি কোন রিদয়বান ব্যাক্তি পেয়ে থাকেন তাহলে দয়া করে যোগাযোগ করুন এই নাম্বারে 01614157290, 01799075190
Sharing is caring!