
মাসুম রানা [শ্রীপুর প্রতিনিধি]
আজ ২১জুন শনিবার, গাজীপুর জেলা আমির এবং গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. জাহাঙ্গীর আলম তার নির্বাচনী এলাকা সফর করেন।
সফরকালে তিনি বলেন একে অন্যের উপর দোষ আমরা না চাপাই, কাঁদা ছড়াছড়ি না করি, সবাইকে বাদ দিয়ে আমরা দেশ গড়তে পারবো না। পরিদর্শন করেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাদ্বীন, গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ঘুচ্ছ গ্রামে।১২৯ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। তাদের দুঃখ দুর্দশার কথা শুনেন। এবং বিভিন্ন রাস্তা কাজ পরিদর্শন করেন।ইটের সলিং পরিদর্শন কালে সঠিকভাবে রাস্তা তৈরী হইছে কিনা তা পরিক্ষা করেন।
এর মধ্যে ইটের সারিবদ্ধতা,ফাকা স্থান এবং সামাগ্রিক স্হায়ীত্ব যাচাই করেন। নিজ মাওনা পুটিমারা বাজার হতে পুরান ভিটা পর্যন্ত এক কিলোমিটার পাকা পাশ হয়েছে। কালার মোড় হতে পার্শ্ববর্তী মসজিদ পর্যন্ত ৩৫০ ফিট ইটসোলিং পাশ হয়েছে।পার্শ্ববর্তী বাঁশবাড়ী রইস উদ্দিন মাস্টারের মসজিদে এক লক্ষ বিশ হাজার টাকার সাবমার্সিবল পাম্ম স্থাপন করা হয়েছে।নিজ মাওনা বাজার হতে দক্ষিনে আমরা চলা পর্যন্ত ৩ কিলোমিটার পাকা করন জেলাতে দেওয়া হয়েছে।নারাক্ষেত বাজার হতে বাঁশবাড়ি পর্যন্ত দরখাস্ত মন্ত্রণালয় পর্যন্ত আছে।
সর্বশেষ দোয়া ও মোনাজাতের মধ্যে সকলের জন্য দোয়া চেয়ে,ওনার নির্বাচনি এলাকার জন্য দোয়া চেয়ে, দেশবাসীর জন্য দোয়া চেয়ে সফর শেষ করেন।
Sharing is caring!