
ফকির হাসান :: ছাতকে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযান ডেভিল হান্ট পরিচালনা করে ছাতক থানার মামলা নং-১৫,তাং-১০.. ০২.২০২৫ খ্রিঃ ধারা-The Special Power’s Act,1974 শেচতিওন-15 (3) / 25-D এর সন্দিগ্ধ আসামী মো. কামাল হোসেন প্রকাশিত কামাল মৃধা (৪০), মো.আব্দুল কাদির টুটুল (৪১),মো.আখতার হোসেন (৩৪) এবং মো.মোছাদ্দিক হোসেন সাব্বির(২৭)-কে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) ভোরে (৭.৩০) যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে ইসলামপুর ইউনিয়নের নিজ গ্রাম থেকে গ্রেফতার
করে।
গ্রেফতার মো.কামাল হোসেন ওরফে কামাল মৃধা ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গনেশপুর ছড়ারপার গ্রামের হাজী আশিদ আলীর ছেলে এবং ছাতক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ,ছাতক উপজেলা নৌ-যান শ্রমিক লীগের সভাপতি তিনি।
ইসলামপুর ইউনিয়নের গণেশ পুর (দালানবাড়ি) গ্রামের মৃত লুৎফুর রহমানের ৩ পুত্র মো. আব্দুল কাদির টুটুল (যুবলীগ সমর্থক) মো. আখতার হোসেন ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুব লীগের সভাপতি। মোসাদ্দিক হোসেন সাব্বির ৭ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতার আসামীদের আদালতে সোপর্দ
করা হয়েছে।
Sharing is caring!