১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাঁশখালীতে সাজা ও নাশকতা মামলার ৩ আসামি আটক 

admin
প্রকাশিত মার্চ ৭, ২০২৫, ০২:২১ অপরাহ্ণ
বাঁশখালীতে সাজা ও নাশকতা মামলার ৩ আসামি আটক 

জসিম তালুকদার,চট্টগ্রাম অফিস থেকেঃ-

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ নাশকতা মামলার দুই আসামি কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে চলা এ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এদিকে গ্রেফতারকৃতদের শুক্রবার (৭ মার্চ) আদালতে হাজির করা হবে জানিয়েছেন ওসি সাইফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, চলমান পুলিশের বিশেষ এ অভিযানে বাঁশখালী পৌরসভার জলদি, শীলকূপ ও সরল ইউপি এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

গ্রেফতার মাঈন উদ্দিন (৪০) ও মোঃ রাসেদুল ইসলামের  বিরুদ্ধে ৫ আগস্ট পূর্ববর্তী বৈষম্যবিরোধী ছাত্র আনদোলনের সময় ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতার অভিযোগে  নিয়মিত মামলা ছিলো বলে জানিয়েছেন বাঁশখালী থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ।

অপরদিকে আরেক অভিযানে সরল ইউপির মিনজিরতলা গ্রামের আবদু রহিমের পুত্র নাজিম উদ্দীনকে এক বছর তিন মাস সাজা ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা পুলিশের ওসি সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে হাজির করা হবে।

তাছাড়া পুলিশের চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Sharing is caring!