১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নাটোরে যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

admin
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৪, ০২:২৬ অপরাহ্ণ
নাটোরে যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

Manual8 Ad Code

মোঃ সাকিল হোসাইন,জেলা প্রতিনিধি নাটোরঃ-

Manual6 Ad Code

নাটোরে যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

Manual6 Ad Code

আজ বুধবার (৩০ অক্টোবর) নাটোরের জেলা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ শরিফ উদ্দিন এই রায় ঘোষণা করেন।

সাজা প্রাপ্ত ব্যক্তি হল গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের তসলিম উদ্দিন এর পুত্র মোহাম্মদ শাহজামাল ২৫। মামলা সূত্রে জানা যায়, গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের নজরুল ইসলামের চতুর্থ কন্যা শিউলি বেগমের (২০) সঙ্গে শাহজামালের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

Manual6 Ad Code

বিয়ের সময় নজরুল ইসলাম ১৫০০০ টাকা যৌতুকের মধ্যে দশ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ৫০০০ টাকার জন্য নানা সময় শিউলি বেগমকে নির্যাতন শুরু করে শাহজামাল এবং তার পরিবার ।

Manual7 Ad Code

এরই ধারাবাহিকতায় ২০১১ সালের ০১ জানুয়ারি শাহজামাল স্ত্রীর সঙ্গে ঝগড়া ঝাটির এক পর্যায়ে শিউলি বেগমের গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে।

শ্বাসরোধ করে হত্যা করে এ বিষয়ে শিউলির বাবা নজরুল ইসলাম বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে ।পরে মামলাটি শুনানি শেষে বিচারক শাহ জামালকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করেন।

এই জরিমানার টাকা নিহত শিউলি বেগমের বাবা নজরুল ইসলামকে প্রদানের রায় দেওয়া হয়। নাটোর জজ কোর্টের পিপি রুহুল আমিন তালুকদার টগর এই মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code