১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শেরপুরে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান গ্রেফতার

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪, ১১:৪৯ অপরাহ্ণ
শেরপুরে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান গ্রেফতার

Manual5 Ad Code
  • মোঃ শহিদুল ইসলাম,শেরপুর জেলা প্রতিনিধি :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় শেরপুর জেলার সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। ২৩ অক্টোবর বুধবার দিনগত রাত দেড়টার দিকে শেরপুর জেলার সদর উপজেলার খাসপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিজানুর রহমান সদর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ও খাসপাড়া এলাকার মৃত হাসেন আলীর ছেলে।

Manual2 Ad Code

জানা গেছে, গত ৪ আগস্ট শেরপুর জেলা শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বাহির হয়। ওই গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর এলোপাথারী গুলি করতে থাকে। দুস্কৃতিকারীদের গুলিতে সবুজ মিয়া (১৮) নামক একজন ছাত্র গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

Manual3 Ad Code

ওই ঘটনায় নিহতের ভাই মোঃ সাদ্দাম হোসেন বাদী হয়ে শেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৯, তারিখঃ ১২/৮/২০২৪ইং, ধারা-১৪৩/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০। মামলা দায়ের পর র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের র‌্যাব সদস্য ছায়াতদন্ত শুরু করেন এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে বুধবার দিনগত রাত দেড়টার দিকে শেরপুর জেলার সদর উপজেলার খাসপাড়া এলাকা থেকে ওই মামলার আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করে।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম পিপিএম-সেবা আসামি মিজানুর রহমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে এবং শেরপুর জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code