১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার

admin
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৫, ০২:১১ পূর্বাহ্ণ
কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার

Manual4 Ad Code

লোকমান ফারুক, রংপুর

Manual5 Ad Code

রংপুরের কাউনিয়ায় ভোরের নিস্তব্ধতা ভেদ করে আবারও উঠে এলো মাদকের ছায়া। শুক্রবার ভোরে উপজেলার নিজপাড়া এলাকা থেকে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ—যেন এক ছোট্ট অঞ্চলে লুকিয়ে থাকা বৃহত্তর সমস্যার ক্ষুদ্র কিন্তু স্পষ্ট প্রতিচ্ছবি।
গ্রেপ্তার দুইজন—নাঈম হাসান (২২) ও আইনুল ইসলাম (২৩)। দুজনই একই এলাকার, একই বয়সী, আর একই ধরনের বিপথে জড়ানো জীবনের অংশীদার। নাঈম বালাপাড়া ইউনিয়নের নিজপাড়ার রিয়াজ উদ্দিনের ছেলে; আইনুল ইসলাম একই গ্রামের সহিদুল ইসলামের পুত্র। আটকের সময় নাঈমের কাছ থেকে ২০ পিস ইয়াবা আর আইনুলের কাছ থেকে আরও ২০ পিস ইয়াবা উদ্ধার হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।’
তার কণ্ঠে ছিল পরিচিত সতর্কতার সুর—যে সুর বারবার শোনায়, মাদকের বিরুদ্ধে লড়াই শেষ হয়নি, শুধু আরেকটি পর্বের সূচনা হয়েছে।
ঘটনাটি যত সরল, তার সামাজিক প্রতিধ্বনি ততই গভীর। ছোট গ্রামের দুই যুবক, অল্প দামের কয়েকটি ইয়াবা, আর তার পেছনে লুকিয়ে থাকা অচেনা বিতরণচক্র—এই প্রতিটি স্তর তদন্তকে ধীরে ধীরে বড় ছবির দিকে টেনে নিবে হয়তো।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code