১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিঙ্গাপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বাংলাদেশি আটক

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫, ০২:৪৩ অপরাহ্ণ
সিঙ্গাপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বাংলাদেশি আটক

Manual3 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

সিঙ্গাপুরের উডল্যান্ডস এলাকায় সাঁড়াশি মাদকবিরোধী অভিযানে ১১ বাংলাদেশিসহ মোট ১২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো (সিএনবি)। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

Manual5 Ad Code

সিএনবি জানায়, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত টানা মুষলধারে বৃষ্টির মধ্যেও বিভিন্ন সরকারি সংস্থার সহযোগিতায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৩৪ বছর বয়সি এক বাংলাদেশিকে মাদক পাচার ও অপব্যবহারের সন্দেহে গ্রেফতার করা হয়েছে। এটি ছিল সিএনবির নেতৃত্বে পরিচালিত এমন একটি অভিযান, যেখানে প্রথমবারের মতো সংবাদমাধ্যমকে সরাসরি উপস্থিত থাকার সুযোগ দেয়া হয়।

অভিযানে সিএনবির পাশাপাশি সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ), স্বাস্থ্য বিজ্ঞান কর্তৃপক্ষ (এইচএসএ), মানবসম্পদ মন্ত্রণালয় (এমওএম) এবং ইমিগ্রেশন ও চেকপয়েন্ট কর্তৃপক্ষ (আইসিএ) অংশ নেয়। অভিযানের সময় কর্মকর্তারা ডরমিটরির দুটি কক্ষে তল্লাশি চালান।

Manual5 Ad Code

প্রথম কক্ষে পাঁচজনকে মাদক-সংক্রান্ত সন্দেহে আটক করে তাদের ব্যক্তিগত জিনিসপত্র পরীক্ষা করা হয়। দ্বিতীয় কক্ষে একজনকে আটক করা হয় এবং সেখান থেকে কাঁচের বোতল, কাটা স্ট্র এবং মাউথপিসযুক্ত রাবার টিউবসহ মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।

Manual1 Ad Code

অভিযান শেষে সিএনবি এনফোর্সমেন্ট ডিভিশন জে–এর ডেপুটি কমান্ডিং অফিসার সুপারিনটেনডেন্ট জেয়ানথাস টং হিয়েং জি বলেন, সিঙ্গাপুরে মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর, এবং এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।

Manual3 Ad Code

তিনি সতর্ক করে বলেন, মাদক–সংক্রান্ত কার্যকলাপ সমাজে, কর্মস্থলে কিংবা আবাসস্থলে যেখানেই হোক, কোনো স্থান নেই। এতে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code