৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় কৃষি কলেজে ভাস্কর্য অপসারণের দাবিতে মানববন্ধন ৭২ ঘন্টার মধ্যে অপসারণের দাবি

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৫, ০৮:০১ অপরাহ্ণ
পাইকগাছায় কৃষি কলেজে ভাস্কর্য অপসারণের দাবিতে মানববন্ধন ৭২ ঘন্টার মধ্যে অপসারণের দাবি

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, পাইকগাছা (খুলনা)

Manual5 Ad Code

পাইকগাছায় খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে নির্মাণাধীন ভাস্কর্য ৭২ ঘন্টার মধ্যে অ/পসারণের দাবিতে আল্টি/মেটাম দিয়েছে তৌহিদী জনতা। ম

Manual4 Ad Code

ঙ্গলবার সকালে নির্মাণাধীন ভা/স্কর্য অ/পসারণের দা/বিতে মানববন্ধন ও প্রতি/বাদ সমাবেশে সরকারকে ৭২ ঘন্টার সময় বেঁ/ধে দেয় ওলামা মশায়েখ সহ বি/ক্ষুদ্ধ জনতা।

নির্মাণাধীন ভা/স্কর্য ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে ঈমান বি/ধ্বংসী আঘা/ত এনেছে উল্লেখ করে বক্তারা বলেন ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান আনদোলনে ভাস্ক/র্যের রাজনীতি শেষ হয়ে গেছে। এদেশে আর কোন দিন ভাস্ক/র্যের রাজনীতির ঠাই হবে না।

Manual7 Ad Code

এ সময় বক্তারা নির্মাণাধীন ভাস্কর্য অপ/সারণ করার জন্য ৭২ ঘন্টার সময় বেঁ/ধে দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে অপসা/রণ করা না হলে ক/ঠোর আন্দোলনের হুশি/য়ারী দিয়ে বক্তারা বলেন, তখন এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। পাইকগাছা কয়রা তৌহিদী জনতা আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল আজিজ।

এ সময় বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আব্দুর রব, মুফতি ওয়াইস কুরনী, মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ মাওলানা শামসুদ্দিন, মাওলানা রইসুল ইসলাম, মাওলানা সাঈদুর রহমান, শরিফুল ইসলাম, আসাদুল্লাহ, আতাউল গণি, ইলিয়াস আমিন ও ফরহাদ হুসাইন সহ বিভিন্ন ওলামা মশায়েখ গণ।

Manual2 Ad Code

উল্লেখ্য: পাইকগাছাস্থ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দ্বিতীয় ক্যাম্পাসের ভিতরে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে একটি মুক্তিযুদ্ধের ভা/স্কর্য নির্মাণ করছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এটা নিয়ে নানান প্র/শ্ন উঠলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে আলোচনা করে নির্মাণ কাজ বন্ধ রেখে নির্মাণাধীন ভা/স্কর্য পলিথিন দিয়ে ঢেকে রাখে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code