১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মখছুছুর রহমানের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার : থানায় জিডি

admin
প্রকাশিত মার্চ ২১, ২০২৫, ০৩:৪২ অপরাহ্ণ
মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মখছুছুর রহমানের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার : থানায় জিডি

Manual7 Ad Code

ফকির হাসান :: ছাতকের মুক্তিরগাঁও মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল (সাবেক) মাওলানা মখছুছুর রহমানকে নিয়ে গত (১৮ মার্চ) মঙ্গলবার বিভিন্ন ফেইসবুক আইডি থেকে মিথ্যা মানহানিকর স্ট্যাটাস দিয়ে এবং স্ট্যাটাসটি শেয়ার করে তার সন্মানহানি ঘটিয়েছেন। স্যাটাসে তার ব্যক্তিগত ছবি ব্যবহার করে কেবা কারা পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে।

Manual7 Ad Code

প্রিন্সিপাল মাওলানা মখছুছুর রহমানের (তার) নাম ও ছবি ব্যবহার করে মিথ্যাচার স্ট্যাটাস ফেইসবুকে দিয়ে তাকে অপমান-অপদস্থ সমাজে হেয় প্রতিপন্ন করায় তিনি নিজের ও পরিবারের লোকজনের নিরাপত্তা চেয়ে থানায় একটি জিডি করেছেন।

Manual3 Ad Code

বৃহস্পতিবার ছাতক থানায় হাজির হয়ে ৪ থেকে ৫ টি ফেইসবুক আইডির বিরুদ্ধে তিনি জিডি ( নং ১০০৫) করেন। মাওলানা মখছুছুর রহমান থানায় জিডি করার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার ব্যাপারে তিনি সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করবেন।

Manual4 Ad Code

প্রিন্সিপাল মাও. মখছুছুর রহমান গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের বিশ্বম্ভরপুর (নাগড়াখালী) গ্রামের মো.মুয়াহিদুর রহমানের পুত্র।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code