১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মালয়েশিয়ায় বিপুল পরিমাণ কচ্ছপ উদ্ধার, বাংলাদেশি আটক

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৬, ০১:০৭ অপরাহ্ণ
মালয়েশিয়ায় বিপুল পরিমাণ কচ্ছপ উদ্ধার, বাংলাদেশি আটক

Manual8 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual2 Ad Code

মালয়েশিয়ার পেনাং প্রদেশে বন্যপ্রাণী পাচারবিরোধী অভিযানে বিপুল পরিমাণ কচ্ছপ উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনায় আন্তর্জাতিক পাচার চক্রের মূল হোতা হিসেবে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) প্রদেশের বাটারওয়ার্থের বাগান লালাং এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে এই অভিযান চালানো হয়।

দীর্ঘদিন ধরে ওই পরিত্যক্ত বাড়িকে আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিল পাচারকারীরা। সেখানে শত শত কচ্ছপ সংগ্রহ করে বিদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা হতো।

গোপন সংবাদের ভিত্তিতে পেনাং বন্যপ্রাণী ও জাতীয় উদ্যান বিভাগ (পারহিলিটান) এবং রয়্যাল মালয়েশিয়ান পুলিশ যৌথভাবে এই আকস্মিক অভিযান পরিচালনা করে।

Manual5 Ad Code

অভিযান চলাকালীন অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে কয়েক ডজন প্লাস্টিকের বালতি এবং কন্টেইনারে বন্দি অবস্থায় প্রচুর সংরক্ষিত প্রজাতির কচ্ছপ পাওয়া যায়।উদ্ধারকৃত প্রজাতির মধ্যে রয়েছে লাবি-লাবি, কুরা-কুরা কাতুপ, কুরা-কুরা কোলাম, চাইনিজ স্ট্রাইপ-নেকড টার্টল ও রেড-ইয়ারড স্লাইডার।

Manual5 Ad Code

ঘটনাস্থল থেকে আটক বাংলাদেশি নাগরিক বন্যপ্রাণী সংরক্ষণের কোনো বৈধ লাইসেন্স বা অনুমতিপত্র দেখাতে পারেননি। বন্যপ্রাণী ও জাতীয় উদ্যান বিভাগের মহাপরিচালক আব্দুল কাদির আবু হাশিম জানান, জব্দকৃত কচ্ছপগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার রিঙ্গিত।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, চলতি বছরে এই রাজ্যে কচ্ছপ জব্দের সবচেয়ে বড় ঘটনা। আন্তর্জাতিক এই পাচার চক্রের বাকি সদস্যদের শনাক্ত করতে সন্দেহভাজন ব্যক্তির স্মার্টফোন এবং পাসপোর্টের কপি বাজেয়াপ্ত করা হয়েছে।

উদ্ধারকৃত সব প্রাণী বর্তমানে পেনাং বন্যপ্রাণী ও জাতীয় উদ্যান বিভাগের অফিসে রাখা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মালয়েশিয়ার বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার নেপথ্যে থাকা পুরো চক্রটিকে ধরতে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code