১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

উপজেলা প্রশাসনের সহযোগিতায় হতদরিদ্র মোছা: সুলতানা খাতুন কে একটি ভ্রাম্যমান ভ্যান উপহার।

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫, ০৯:৪১ অপরাহ্ণ
উপজেলা প্রশাসনের সহযোগিতায় হতদরিদ্র মোছা: সুলতানা খাতুন কে একটি ভ্রাম্যমান ভ্যান উপহার।

Manual2 Ad Code

পাবনা জেলা প্রতিনিধি।

Manual5 Ad Code

পাবনার ফরিদপুরে গত ১০-১২-২০২৫ খ্রি: রোজ বুধবার সময় সাড়ে তিনটায় সহকারি কমিশনার ভূমি এর কার্যালয় ফরিদপুর, পাবনার সামনে উপজেলা প্রশাসন কর্তৃক হতদরিদ্র ভ্যানচালক মোছা: সুলতানা খাতুন কে কর্মসংস্থানের জন্য সরকারি সহযোগিতায় একটি ভ্রাম্যমান ভ্যান কর্মসংস্থানের জন্য প্রদান করেন উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহবুব হাসান আরও উপস্থিত ছিলেন উপজেলার সকল কর্মকর্তাগন আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মো: হাফিজুর রহমান আরও উপস্থিত ছিলেন সম্মানিত ফরিদপুর শিক্ষকবৃন্দ গণ।

Manual1 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বক্তব্য বলেন- এই ভ্রাম্যমান ভ্যান দিয়ে সে তার ফরিদপুর উপজেলায় কর্মসংস্থান চালিয়ে যাবে। পাশাপাশি তার সংসার এর সকল কাজ এই ভ্রাম্যমান ভ্যান দিয়ে করতে পারবে।
আরও বলেন ভ্রাম্যমাণ ভ্যানের উপকারিতা হলো এটি সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে সহজে পরিষেবা (যেমন খাবার, পার্সেল) পৌঁছে দিতে পারে, কম খরচে ব্যবসা করার সুযোগ দেয়, জরুরি প্রয়োজনে (খাবার সরবরাহ দ্রুত সেবা প্রদান করে, এবং বিভিন্ন নাগরিক সুবিধা (যেমন হকারদের জন্য নির্দিষ্ট স্থান) নিশ্চিত করতে সাহায্য করে, যা ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই সুবিধা নিয়ে আসে।
সাধারণ উপকারিতা-
সহজে যাতায়াত:
ভ্যান সহজে চলাচল করতে পারে, তাই যেখানে প্রয়োজন সেখানেই পরিষেবা দেওয়া সম্ভব হয়, যেমন প্রত্যন্ত অঞ্চলে বা বাজারের কোণে কোণে।
কম খরচ: স্থায়ী দোকানের তুলনায় ভ্রাম্যমাণ ভ্যান স্থাপন ও পরিচালনার খরচ কম হয়, যা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য লাভজনক। দ্রুত পরিষেবা: খাবার, পার্সেল বা অন্যান্য জরুরি সেবা দ্রুত গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া যায়। বিভিন্ন ক্ষেত্রে উপকারিতা
খাবার: কম দামে বিভিন্ন ধরনের খাবার (ফুচকা, চটপটি, ওয়েফেল) সরবরাহ করা যায়, যা নগর সংস্কৃতিতে জনপ্রিয়। পার্সেল: ডাক বিভাগের ভ্রাম্যমাণ পার্সেল ভ্যান গ্রাহকের দোরগোড়ায় যা  ঝামেলা কমায়। নাগরিক সুবিধা: সিটি করপোরেশন ভ্রাম্যমাণ ভ্যান সরবরাহ করে হকারদের ফুটপাত দখল থেকে বিরত রাখতে পারে এবং নির্দিষ্ট স্থানে ব্যবসা করার সুযোগ দিতে পারে। ব্যবসায়িক দৃষ্টিকোণ বাজার সম্প্রসারণ: ভ্যানের মাধ্যমে নতুন গ্রাহকের কাছে পৌঁছানো সহজ হয়।
নমনীয়তা: ব্যবসার স্থান পরিবর্তন করা যায়, যা বাজারের চাহিদা অনুযায়ী সুবিধাজনক।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code