৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ

admin
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ণ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার

শনিবার (৮ নভেম্বর) দুপুরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সেতাবগঞ্জ স্টেশনে পৌঁছালে বিক্ষুব্ধরা প্রায় ১০ মিনিট ট্রেনটি আটকে রাখেন।

এ সময় আয়োজিত কর্মসূচিতে বোচাগঞ্জ, কাহারোল, বিরলসহ আশপাশের এলাকার সামাজিক সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও যাত্রী সাধারণ অংশ নেন। স্লোগানে মুখরিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দ্রুত যাত্রাবিরতি বাস্তবায়নের দাবি জানান।

Manual7 Ad Code

বক্তারা বলেন, সেতাবগঞ্জ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল এলাকা। প্রতিদিন হাজারো মানুষ এই স্টেশনের মাধ্যমে যাতায়াত করেন।

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি এখানে যাত্রাবিরতি দিলে বোচাগঞ্জ, কাহারোল, বিরল ও আংশিক পীরগঞ্জের যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে, সময় ও ভোগান্তি উভয়ই কমবে। বোচাগঞ্জ পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির সভাপতি মাইনুল ইসলাম বুলু বলেন, “আমরা এর আগেও আন্দোলন করেছি। আমরা রেলওয়ে রাজস্ব প্রদান করি, অথচ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত।

সেতাবগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রাবিরতি এখন সময়ের দাবি।” নিয়মিত যাত্রী নবাব আলী বলেন, “ট্রেন না থামায় আমাদের বিকল্প পথে যেতে হয়, এতে সময় ও খরচ দুই-ই বাড়ে।”

Manual4 Ad Code

শেষে আয়োজকরা ঘোষণা দেন, আগামী সাত দিনের মধ্যে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সেতাবগঞ্জ স্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা না করা হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

Manual1 Ad Code

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সেতাবগঞ্জ চিনিকলের পুনঃচালনা আন্দোলন পরিষদের আহ্বায়ক বদরুদ্দোজা বাপন, বোচাগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী তাফসীর হাসান, পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম ওয়ালী ফ্লাড ও সুমন ইসলাম প্রমুখ।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code