দিনাজপুর সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত
মোঃ আসাদ আলী দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং “নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত এ বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে উচ্ছ্বাসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি জনাব মোঃ রাজিবুল ইসলাম পলাশ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মোঃ নুরুল ইসলাম সাদ্দাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মোঃ ইকবাল হায়দার।
অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তারা বলেন, কলেজ বা বিশ্ববিদ্যালয় জীবন শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়—এ সময়টিই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ ক্যারিয়ার ও চরিত্র গঠনের সোনালী সময়। শৃঙ্খলা, অধ্যবসায় ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষার্থীরা নিজেদেরকে আদর্শ ও সফল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।
বক্তারা আরও বলেন, “ক্যারিয়ার মানে কেবল চাকরি নয়; বরং নিজের যোগ্যতা, সততা ও মেধা দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা — এটিই প্রকৃত ক্যারিয়ার।” তারা নবীন শিক্ষার্থীদের লক্ষ্যভিত্তিক পরিশ্রম ও ইতিবাচক চিন্তার মাধ্যমে জীবনে সফলতার উচ্চ শিখরে পৌঁছানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে দিনাজপুর সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দসহ নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর ও প্রেরণাময় পরিবেশ।
Sharing is caring!