৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ থেকে ৮ মাস জাটকা শিকারে নিষেধাজ্ঞায় থাকছে মনপুরার চরপিয়ল পর্যন্ত

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫, ০১:২৪ অপরাহ্ণ
আজ থেকে ৮ মাস জাটকা শিকারে নিষেধাজ্ঞায় থাকছে মনপুরার চরপিয়ল পর্যন্ত

Manual5 Ad Code

আজ থেকে ৮ মাস জাটকা শিকারে নিষেধাজ্ঞায় থাকছে মনপুরার চরপিয়ল পর্যন্ত

উপজেলা প্রতিনিধি ভোলা মনপুরা থেকে

মো কামরুল হোসেন সুমন: ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে আজ (১ নভেম্বর) থেকে শুরু হয়েছে দেশব্যাপী জাটকা ইলিশ আহরণে নিষেধাজ্ঞা।আগামী ৩০ জুন পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ৮ মাস মেয়াদি এই নিষেধাজ্ঞার আওতায় ভোলা জেলার মনপুরা উপজেলার চরপিয়ল পর্যন্ত ৯০ কিলোমিটার মেঘনায় ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহনে, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে মৎস্য দপ্তর।

Manual3 Ad Code

এর আগে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ রক্ষায় ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়ন করা হয়। ওই সময়ে ডিমওয়ালা ইলিশ থেকে নিঃসৃত ডিমের পরিস্ফুটনের মাধ্যমে উৎপাদিত পোনা বর্তমানে উপকূলীয় নদ-নদী ও মোহনাসমূহে বিচরণ করছে।এসব পোনা নিরাপদে বেড়ে উঠতে পারলেই ভবিষ্যতে দেশের ইলিশ উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

Manual8 Ad Code

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) আধ্যাদেশ, ২০২৫  এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী, এ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে অনধিক ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

Manual8 Ad Code

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন,মনপুরার মেঘনা নদীর চরপিয়ল পর্যন্ত ৯০ কিলোমিটারসহ এই জাটকা ইলিশ নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে।তাই সারাদেশে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র‌্যাব রয়েছে। এই নিষেধাজ্ঞায় তাদের কঠোর নজরদারি থাকবে।মনপুরা যেহেতু বিছিন্ন দ্বীপ তাই এখানে কোস্টগার্ড, নৌ বাহিনী,মৎস্য দপ্তরসহ উপজেলা প্রশাসনের একটি চৌকস টিম ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় কঠোরভাবে এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হবে।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code