ডেস্ক রিপোর্ট, যশোর
যশোরের মণিরামপুর উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়নে অতি বর্ষণ ও ভবদহ অঞ্চলের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত, দরিদ্র ও পানিবন্দী ২০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে জি.আর. (গ্র্যাচুইটাস রিলিফ) চাউল বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পরিবারপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
চাউল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি সাহা, ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা জ্যোতি প্রসাদ ঘোষ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা তানজিলা আক্তার (UDC), স্থানীয় সমাজসেবক মইনুল হাসান পান্না, মোঃ আনোয়ার হোসেন ও ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যগণসহ অন্যান্যেরা। সম্প্রতি অতিবৃষ্টি ও ভবদহ অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোকে সহায়তার লক্ষ্যে “মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা (২০১২-২০১৩)” অনুসারে তালিকাভুক্তদের মাঝে জি.আর. চাউল বিনামূল্যে বিতরণ করা হয়।
স্থানীয় প্রশাসন জানায়, এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত জনগণের পাশে থাকবে ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রশাসন।
Sharing is caring!