পাবনা জেলা প্রতিনিধি)
পাবনা জেলার আটঘড়িয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের জোয়াদ পল্লী পার্ক ও কনভেনশন সেন্টারে শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল দশ ঘটিকার সময় মানবতার কর্মী সম্মেলন ২০২৫
মিডিয়া ব্যক্তিত্ব ও মানবতার সেবক মোঃ শফিকুল ইসলাম শফিক(Saudi 360 Lifestyle) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কন্টেন্ট ক্রিয়েটর ও সমাজ সেবক, রফিকুল ইসলাম মানিক (R.I Manik Chitrapuri)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিডিয়া ব্যক্তিত্ব ও সামাজিক সংগঠক মামুন বিশ্বাস(Mamun Biswas)।
কন্টেন্ট ক্রিয়েটর ও সমাজ সেবক-
মিরাজ আফ্রিদি (Miraz Afridi)
কন্টেন্ট ক্রিয়েটর ও সমাজ সেবক-
মোঃ বাবুল আক্তার (চলনবিলের আড্ডা)।
মানবিক পুলিশ, ডিএমপি, ঢাকা ও পরিচালক- পুংগলী ইউনিয়ন যুব সমাজ ফাউন্ডেশন, ফরিদপুর, পাবনা।
মোঃ আকরাম হোসেন স্বপম(Md Akram Hossain)।
প্রতিষ্ঠাতা-সুখ পাখি, সিরাজগঞ্জ
মোঃ শেখ রজব (Sheikh Razab)।
মানবিক কর্মী-
ফারুক হোসেন ইমন (Md Emon) ।
মানবতার কর্মী সম্মেলন ২০২৫ এ পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া, নেত্রকোনাসহ
দেশের বিভিন্ন জেলা থেকে ১৯২ জন মানবতার সেবক, মানবতার কর্মী যোগদান করেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন বিভিন্ন মানব কল্যাণ মুলক কাজের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং অপরাপর সকল মানবতার সেবককে মানবিক কাজে আরো উদার হওয়ার জন্য অনুরোধ করেন।
মানবতার কর্মী সম্মেলন ২০২৫ এ আগত সকল মানবতার সেবকদেরকে দুপরে খাবার পরিবেশ ও সম্মাননা
স্মারক ট্রফি প্রদান করা হয়।
মানবতার কর্মী সম্মেলন ২০২৫ এ মানবতার কর্মী কবি-কলামিস্ট, সাংবাদিক-গীতিকার, পরিবেশ ও মানবাধিকার কর্মী প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ স্বরচিত প্রেমের কবিতা আবৃতি করে সকল মানবতার কর্মীদেরকে মুগ্ধ করেন।
সভাপতির বক্তব্য মিডিয়া ব্যক্তিত্ব ও মানবতার সেবক মোঃ শফিকুল ইসলাম শফিক বলেন, পৃথিবীতে মানবিক কাজ করার জন্য ইচ্ছে শক্তি, বিবেকবোধ, মানবিক মুল্যবোঊকে স্বযত্নে লালন করে জনকল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে তবে জীবন যৌবন জন্ম সার্থক হবে আমাদের।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন-
মানবতার সেবক মানবতার নিরলস নিবেদিত প্রাণ কর্মী মোঃ মহিদুল ইসলাম (ভাইস-চেয়ারম্যান(অপসা), উপজেলা পরিষদ আটঘড়িয়া, পাবনা।
Sharing is caring!