স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার
অ্যাডিলেড টেস্টের একদিন আগে একাদশ ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই একাদশে দ্বিতীয় টেস্ট থেকে দুইটি পরিবর্তন এসেছিল তাদের দলে। তবে অ্যাডিলেড টেস্টের একাদশে ছিলেন স্টিভেন স্মিথ। তবে বুধবার (১৭ ডিসেম্বর) অ্যাশেজের তৃতীয় টেস্ট শুরুর একাদশে জায়গা হয়নি স্মিথের। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন উসমান খাজা।
অসুস্থতার কারণে শেষ মুহূর্তে একাদশ থেকে ছিটকে যান স্মিথ।
বমি বমি ভাব ও মাথা ঘোরার কারণে অ্যাডিলেড টেস্টের একাদশ থেকে শেষ মুহূর্তে বাদ পড়েন স্মিথ। প্রথম দুটি অ্যাশেজ টেস্ট জয়ে নেতৃত্ব দিয়েছিলেন এই ব্যাটার। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন উসমান খাজা।
ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন স্মিথ। সোমবার সকালে অনুশীলন করতে পারেননি। ম্যাচের আগের দিন সবার আগে নেটে এলেও অসুস্থতা পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় সরে দাঁড়ান তিনি।
এদিকে অ্যাডিলেড টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছে অস্ট্রেলিয়া। স্মিথের জায়গায় একাদশে সুযোগ পাওয়া খাজা করেছেন অর্ধশতক। যদিও ৮২ রান করে ফিরে গেছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ২৪২ রান।
প্রথম দুই টেস্ট জিতে অ্যাশেজে ২-০ তে এগিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে তারা।
Sharing is caring!