হানিফ ঢালী গাজীপুর,
একদিকে একটি পরিবার, অন্যদিকে বিএনপি পরিবার, সভায় মন্তব্য করেন সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি’র নির্বাচনী প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় টঙ্গী কনভেনশন হলে এই সভার আয়োজন করা হয়। এটি আয়োজন করেন টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পশ্চিম থানা, গাছা মেট্রো থানা ও সদর মেট্রো থানা বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন।
সঞ্চালনায় ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন।
মূল বক্তব্য উপস্থাপন করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর ভিপি আসাদ।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর সদর মেট্রো থানার সভাপতি এডভোকেট মেহেদী হাসান হৃদয়, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহামুদ আলম শুকুর, হাসান আকমুল জোসেন ভুইয়া, টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ,গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন শাহিন, পূবাইল থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, ৫৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ৪৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শফি উদ্দিন শফি, টঙ্গী পশ্চিম থানা বিএনপির নেতা ও ৫৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসেম, গাছা মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক আবুল কাশেম ও সাবেক সাধারণ সম্পাদক ফারুক।
এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম ও সদস্য সচিব মাহামুদ হাসান রাজু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা, গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর ও আহ্বায়ক মাহামুদুর রহমান মিরন, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, এবং টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী।
সভায় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা, দলীয় একতা, জনসম্পৃক্ততা ও ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
নেতৃবৃন্দ এম মঞ্জুরুল করিম রনি’র বিজয় সুনিশ্চিত করতে মাঠ পর্যায়ের কাজ আরও জোরদার করার আহ্বান জানান।
সভায় মহানগর, থানা ও অঙ্গসহযোগী সংগঠনের সুপার ফাইভ নেতৃবৃন্দদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
Sharing is caring!