১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্রজুড়ে চলছে বড়দিন উদযাপনের প্রস্তুতি

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রজুড়ে চলছে বড়দিন উদযাপনের প্রস্তুতি

Manual2 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্রজুড়ে জাঁকজমক আয়োজনে চলছে বড়দিন উদযাপনের প্রস্তুতি। নিউইয়র্কের রকফেলার সেন্টারে সাজ সাজ রব। আর শুধু নিউইয়র্ক নয়, ছুটির মৌসুম শুরুর পর থেকে ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, শিকাগোসহ বড়দিনের প্রস্তুতি চলছে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে।
রকফেলার সেন্টারের বিশাল ক্রিসমাস ট্রি আর বরফে ঢাকা আইস রিঙ্কে স্কেটারদের ব্যস্ততা দিয়ে শুরু উৎসবের আমেজ।

Manual2 Ad Code

বড়দিন সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর পুরোপুরি ছুটির আমেজে ঝলমল করছে। রকফেলার সেন্টারের বিশাল ক্রিসমাস ট্রি আর বরফে ঢাকা আইস রিঙ্কে স্কেটারদের ব্যস্ততা দিয়ে শুরু উৎসবের আমেজ। পর্যটক আর স্থানীয়দের ভিড়ে রূপকথার শহরে পরিণত হয়েছে নিউইয়র্ক।

সান্তার পোশাক পরা পেডিক্যাব চালক, ঝলমলে দোকানের সাজানো জানালা আর আকাশে ঝুলে থাকা বরফের ফুলগুলো পথচারীদের দৃষ্টি কাড়ছে। টাইমস স্কয়ারে নিয়ন আলো আর ইলেকট্রনিক বিলবোর্ডে নববর্ষের বল। সব মিলিয়ে নিউইয়র্ক এখন পুরোপুরি উৎসবের শহর।

ওয়াশিংটন ডিসিও আলোয় ঝলমল করছে। ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউস, সবখানেই ক্রিসমাসের সাজ। আলো, গাছ আর ভিড়ে শুরু হয়ে গেছে উৎসবের মৌসুম।

Manual1 Ad Code

ন্যাশনাল মলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকা বিশাল গাছের চারপাশে চলছে ছবি তোলা আর ঘোরাঘুরি। জর্জটাউন, সিটি সেন্টার আর পোটোম্যাক নদীর তীর, সব জায়গায় আলো আর সাজে ভরে গেছে ওয়াশিংটন ডিসি শহর।

বড়দিনের আবহে আলো, ক্রিসমাস ট্রি আর আইস স্কেটিংয়ে উৎসবমুখর শিকাগো শহর। ভারী শীতে কাঠের দোকান, গরম বাদাম আর হট কোকোতে মানুষ খুঁজে নিচ্ছে উষ্ণতা। ম্যাগি ডেলি পার্ক এবং মিলেনিয়াম পার্কে আইস স্কেটিং চলছে। আলো, বরফ আর আইস স্কেটিংয়ে মাঝেই শিকাগো ছুটির মৌসুমে হয়ে উঠেছে উৎসবমুখর।

Manual8 Ad Code

জানুয়ারিতে ভয়াবহ আগুনে ক্ষতবিক্ষত হয় লস অ্যাঞ্জেলেস। তবুও ছুটির এই মৌসুমে আলো আর সাজে শহরটি জানাচ্ছে, আশা এখনো বেঁচে আছে। আলটাডেনার ‘ক্রিসমাস ট্রি লেন’ হয়ে উঠেছে ঘুরে দাঁড়ানোর প্রতীক।

Manual5 Ad Code

শহরের বিভিন্ন জায়গায় ফিরেছে চেনা উৎসব। গ্রোভ শপিং সেন্টার, রোডিও ড্রাইভ আর পার্শিং স্কয়ারে আলো, গাছ আর আইস স্কেটিংয়ে জমেছে ভিড়। সব কষ্ট পেরিয়ে আবারও ছুটির আনন্দে শামিল লস অ্যাঞ্জেলেস শহর।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code