মনপুরা
ভোলা জেলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড, রহমানপুরা গ্রামের সিকদার হাট সংলগ্ন পশ্চিম পাশে আব্দুল খালেক চৌকিদার বাড়ি বিবি হাজেরা খাতুন মহিলা হাফিজিয়া মাদ্রাসার নামক প্রতিষ্ঠানটি দেশবরেণ্য ওলামায়ে কেরামের ত্বত্তাবাধনে পরিচালিত প্রতিষ্ঠানটি ২০২২ সালে স্থাপিত হয়।
এই প্রতিষ্ঠানে এই পর্যন্ত প্রায় ১০ জন ছাত্রী হেফজ সম্পূর্ণ করেছেন বলে জানা যায়।
মনপুরা উপজেলার ভিতর অত্যন্ত সুনামের শহীদ প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে বলে জানান অভিভাবকগন।আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব
সিনিয়র সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখা,হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব
ইমাম ও খতিব, কোড়ালিয়া বাজার জামে মসজিদ, হযরত মাওলানা হাফেজ মাকসুদুর রহমান সাহেব পরিচালক, লতাখালী মোহাম্মাদিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা, মাওলানা নিজামুল ইসলাম সাহেব পরিচালক, আলহাজ্ব নূর হাফেজ মিয়ার বাড়ির দরজার আশরাফুল উলুম নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা,উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল ছাত্রীদের অভিভাবক বৃন্দ
হেফজ সমাপনী ছাত্রীদের নাম-
১/হাফেজা মোসা: আয়েশা আক্তার, পিতা মোঃ মনির রাড়ী, রহমানপুর ৫নং ওয়ার্ড, মনপুরা ভোলা
২/হাফেজা মোসা: জান্নাতুল ইসলাম, পিতা মোঃ মুসলেউদ্দিন, চর গোয়ালিয়া ৮ নং ওয়ার্ড মনপুরা,
৩/হাফেজা মোসা: সামিয়া আক্তার ইবা, পিতা মোঃ আক্তার হোসেন মাঝি, রহমানপুর ৭ নং ওয়ার্ড মনপুরা,
৪/হাফেজা মোসা: রাবেয়া আক্তার, পিতা মোঃ আব্দুল খালেক মাঝি, রহমানপুর ৭ নং ওয়ার্ড মনপুরা,
৫/হাফেজা মোসাম্মৎ সাহেরিন আক্তার, পিতাঃ মোঃ ইব্রাহিম মিয়া, রহমানপুর ৫নং ওয়ার্ড মনপুরা
প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোঃ মাকসুদুর রহমান আশিকী বলেন সততা ও নিষ্ঠার সাথে দ্বিনি শিক্ষায় আমরা এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছি ভবিষ্যতে ও চলমান থাকবে।
বিবি হাজেরা খাতুন মহিলা হাফিজিয়া মাদ্রাসা।
Sharing is caring!