সৌদিআরব প্রতিনিধি : সৌদিআরবের বন্দর নগরী জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ‘দক্ষতা নিয়ে যাব বিদেশে, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে কনস্যুলেট এর কর্মকর্তা ও কর্মচারীসহ ও জনতা ব্যাংকের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শ্রম কল্যাণ উইং এর আইন সহকারী মোহাম্মদ হাসিব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন।
আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেন। এতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রভূত ভূমিকা রেখে চলেছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অন্যতম প্রধান স্তম্ভ।
তিনি প্রবাসীদের বিদেশে আসার আগে এজেন্সির মাধ্যমেই যে চুক্তি স্বাক্ষরিত হয় তা ভালো করে দেখে করার পরামর্শ দেন যাতে পরে বিদেশে আসলে কোন সমস্যাই পরলে কনস্যুলেট সব ধরনের আইনি সহযোগিতা প্রদান করতে পারেন। এইছাড়াও তিনি প্রবাসীদের সৌদিআরবের আইন শৃঙ্খলার মেনে চলার আহ্বান জানান।
আলোচনা সভায় জেদ্দায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি প্রবাসীদের নিরাপদ অভিবাসন এবং প্রবাস ফেরত কর্মীদের পুনর্বাসনের উপর গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান।
Sharing is caring!