স্টাফ রিপোর্টার।
গাইবান্ধার পলাশবাড়ীতে মহান বিজয় দিবস ২০২৫ উযাপন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী শাখার আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি খায়রুল ইসলাম চাঁন মিয়া, সহ সভাপতি নাজমুল হক,মনিরুজ্জামান সরকার হানিফ,খাজা মিয়াসহ অনেকে।
এসময় বক্তারা মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে তাদের আত্নার মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্জু।
Sharing is caring!