১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

খিচুরি খাওয়া নিয়ে মারপিটে ঔষধ ব্যবসায়ী নিহত।

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ণ
খিচুরি খাওয়া নিয়ে মারপিটে ঔষধ ব্যবসায়ী নিহত।

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার।

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাজারে খিচুরি খাওয়া নিয়ে বিরোধের জের ধরে লাথি ও কিলঘুষিতে আহমেদ আলী নামে (৩৫) এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছে।

Manual5 Ad Code

১৭ ডিসেম্বর বুধবার সকালে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সখের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওষুধ ব্যবসায়ী আহমেদ আলী সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের নয়ন সুখ গ্রামের আপিল মুন্সীর ছেলে।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে পাশ্ববর্তী সদর উপজেলার মালিবাাড়ি ইউনিয়নের একটি মাজারে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। গতকাল ১৬ ডিসেম্বর গভীর রাতে মাজারের খিচুরী নিয়ে আসনে ঔষধ ব্যবসায়ী আহম্মেদ আলী।

Manual6 Ad Code

সকালে সেই খিচুরীর পোড়া ও গন্ধ হওয়ায় খিচুরী খেতে না পেরে তাকে রাতে খিচুরী দেয়া পাশের দোকানের ব্যবসায়ী রেনু মিয়াকে ফেরত দেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন রেনু মিয়া। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।

Manual1 Ad Code

এক পর্যায়ে রেনু মিয়াসহ তার লোকজন আহম্মেদ আলীকে মারপিট করে। এতে ঘটনাস্থলেই আহম্মেদ আলী মারা যান। অবস্থা বেগতিক দেখে প্রতিপক্ষের লোকজন লাশ ফেলে পালিয়ে যায়।

Manual4 Ad Code

নিহত হওয়ার খবর পেয়ে আহম্মেদ মিয়ার স্বজনরা উত্তেজিত হয়ে রেনু মিয়াসহ তার স্বজনদের দুটি বাড়িঘড় ভাঙ্গচুর করে।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু বলেন, খবর পেয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code