স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট শাকিব আহসান রিফাত যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট (আরএমএএস)-এ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে ইতিহাস গড়েছেন।
দেশের কোনো ক্যাডেটের জন্য এটি একেবারেই অনন্য অর্জন, কারণ একই অনুষ্ঠানে তিনি দুটি আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন— যা আগে কখনও বাংলাদেশের কোনো ক্যাডেট করেননি।
বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো অফিসার ক্যাডেট একই সঙ্গে এই দুই আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন।
শুক্রবার (১২ ডিসেম্বর) আয়োজিত কমিশনিং কোর্সের পাসিং আউট প্যারেডে শাকিব আহসান রিফাতকে “ইন্টারন্যাশনাল সোর্ড অব অনরার” দেয়া করা হয়।
এই পুরস্কার কমিশনিং কোর্সে অংশ নেয়া সকল বিদেশি ক্যাডেটের মধ্যে সামগ্রিকভাবে সেরা পারফরম্যান্সের জন্য প্রদান করা হয়।
একই সঙ্গে তিনি “ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড” লাভ করেন; যা সামরিক, একাডেমিক ও ব্যবহারিক মূল্যায়নে আন্তর্জাতিক ক্যাডেটদের মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জনের স্বীকৃতি।
১৮টি দেশের ১৮৪ জন ক্যাডেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এই দুই অর্জন বাংলাদেশকে সামরিক প্রশিক্ষণে বিশ্বমানের অবস্থানে নিয়ে এসেছে বলে অভিহিত করা হচ্ছে।
বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনও অফিসার ক্যাডেট রিফাতকে অভিনন্দন জানিয়েছে। এক ফেসবুক পোস্টে রিফাতের অসাধারণ সাফল্যকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সামরিক ও শিক্ষাগত সম্পর্কের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেছে।
Sharing is caring!