১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ব্রিটিশ পার্লামেন্টে সেমিনার, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা

admin
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৫, ০৩:০৪ অপরাহ্ণ
ব্রিটিশ পার্লামেন্টে সেমিনার, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা

Manual4 Ad Code

স্বপ্না শিমু, স্টাফ রিপোর্টার

ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন পার্লামেন্টের বর্তমান ও সাবেক সদস্যরা।

গত বুধবার লন্ডনের হাউস অব লর্ডসে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যত, নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সেমিনারটি।

Manual6 Ad Code

বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রগতির জন্য জরুরি একটি গ্রহণযোগ্য নির্বাচন। সেমিনারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতাও কামনা করা হয়।

Manual5 Ad Code

লন্ডনের হাউস অব লর্ডসে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যত, নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সেমিনারটি।

আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন অবশ্যই হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ।

Manual4 Ad Code

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ ইউকে’ আয়োজিত ‘তারেক রহমানের নীতি ও রাজনীতি; সমকালীন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে অংশ নেন ব্রিটিশ এমপি, হাউস অব লর্ডসের সদস্য, আন্তর্জাতিক মানবাধিকারকর্মী, আইনজীবী, সাংবাদিকসহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

হাউস অব লর্ডসের লর্ড হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আতাউল্যাহ ফারুক; যিনি ভয়েস ফর বাংলাদেশ ইউকে-এর প্রতিষ্ঠাতা এবং আইঅন টিভির সিইও। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে বিশ্লেষণ তুলে ধরেন বক্তারা।

অ্যামেনেষ্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক প্রধান আব্বাস ফয়েজ বলেন, ‘বেগম জিয়া অত্যন্ত কঠিন সময় পার করেছেন শেখ হাসিনার আচরণের কারণে। আমি আশা করি তিনি দ্রুত সেরে উঠবেন।’

ব্রিটিশ হাউস অব কমন্সের সদস্য লর্ড হোসাইন বলেন, ‘আমি নিশ্চিত যে ড. ইউনূস শিগগিরই সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাবে। সেটাই আমরা দেখতে চাই।’

Manual8 Ad Code

আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক আইনজীবী রায়ান উইলিয়াম বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং সেটি নিশ্চিত হলেই আমরা সমর্থন করব।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code