৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাইকগাছার বাঁকা বাজারের অ’লি-গ’লির করুন বেহাল অবস্থা: পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ রাখায় নোংরা পানির দুর্গ`ন্ধেপরিবেশ

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৫, ০৬:১৩ অপরাহ্ণ
পাইকগাছার বাঁকা বাজারের অ’লি-গ’লির করুন বেহাল অবস্থা: পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ রাখায় নোংরা পানির দুর্গ`ন্ধেপরিবেশ

Manual8 Ad Code

পাইকগাছার বাঁকা বাজারের অ’লি-গ’লির করুন বেহাল অবস্থা: পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ রাখায় নোংরা পানির দুর্গ`ন্ধেপরিবেশ ।

Manual2 Ad Code

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি :- খুলনার পাইকগাছার অতি পুরাতন ও ঐতিহ্যবাহী বাজারের নাম “বাঁ`কা বাজার”।
যা পাইকগাছা উপজেলার সর্ব পশ্চিমে ও সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার সর্বশেষ উত্তর -পু্র্ব দিকে অবস্থিত। ভৌগলিকভাবে দু’উপজেলার সীমান্তে বাজারটি অবস্থিত। প্রতিদিন সকাল থেকে রাতাবধি লোক জনের ব্যাপক সমাগম থাকে এই বাজারটিতে। সকল প্রকারের দোকানপাট, মালা মালের এ বাজারে বিকিকিনি হয়। কিন্তু সে বাজারের অবস্থা খুবই করুন। বাজারের বেশির ভাগ সরকারী জায়গা যে যার মত দীর্ঘদিন জবর দখল করে পাকা স্থাপনা গড়ে তুলেছে এমন অভিযোগ রয়েছে। ফলে পানি, ময়লা আবর্জনা নিষ্কাশনের পথ বন্ধ, অলি-গলি গলে স্যাৎ-সেতে অবস্থা। ময়লা আবর্জনায় নোংরা পরিবেশ ভরপুর বাজারের আশপাশ। এ বিষয়ে কেউ কোন কথা বললে কিছু প্রভাবশালী লোক তাদেরকে নানাভাবে হয়ানী করার হুমকি ও ভয়ভীতি দেখায় বলেও বাজার কমিটি সাধারণ সম্পাদক মুনছুর আলী জানান। বাজারের চাউল পট্টি ও মাছের পট্টির অবস্থা বর্তমানে খুব খারাপ। বর্ষার সময় খুবই নোংরা ও দুর্গন্ধের কারণে এখানে কোন খরিদ্দার যেতে পারতো না। ফলে অনেকেই দোকান বন্ধ করে রাখছিলো। বর্তমান শুকনো কাল। তারপরও পানি নিষ্কাশনের জন্য নির্মিত ড্রেন বন্ধ রাখায় নোংরা পানি সরার কোন সুযোগ না থাকায় দুর্গন্ধে পরিবেশ মারাত্মক নষ্ট হচ্ছে।

Manual1 Ad Code

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল হাসেমের কাছে জানতে চাইলে তিনি ব্যাবসায়ীদের ভোগান্তির কথা স্বীকার করে বলেন, পাকা ড্রেনেজ নির্মানের জন্য সরকার ৯ মাস আগে ৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। অতি দ্রুত কাজ শুরু করবেন বলে তিনি জানান।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code