৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচন বানচালকারীদের বিষয়ে সরকারকে সতর্ক হওয়ার আহ্বান আমীর খসরুর

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫, ০৩:০০ অপরাহ্ণ
নির্বাচন বানচালকারীদের বিষয়ে সরকারকে সতর্ক হওয়ার আহ্বান আমীর খসরুর

Manual3 Ad Code

নির্বাচন বানচালকারীদের বিষয়ে সরকারকে সতর্ক হওয়ার আহ্বান আমীর খসরুর

নিউজ ডেস্ক ঢাকা: নির্বাচন বানচালকারীদের বিষয়ে সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

Manual7 Ad Code

তিনি বলেছেন, চট্টগ্রামে দুই সন্ত্রাসী দলের মধ্যে সংঘর্ষ হয়েছে, তাদের মধ্যে একটি বিবাদ আছে। বিষয়টাকে বিএনপি সহজভাবে নিচ্ছে না। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চাচ্ছে, যারা নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে তারা এই দুই গ্রুপের মধ্যকার বিভেদকে ব্যবহার করতে চাইছে। সরকারের দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা, নিয়ন্ত্রণে আনতে হবে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে, সেই তারা যেনো অপচেষ্টা করতে না পারে সরকারকে সে বিষয়ে আরও সতর্ক হতে হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে এক অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

Manual2 Ad Code

আমীর খসরু বলেন, যারা সংস্কারের জন্য কথা বলছেন, সংস্কারের জন্য উৎসাহী হয়ে উঠেছেন তাদের জানা উচিৎ, বেগম জিয়া সংস্কার প্রস্তাব দিয়েছেন হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায়। তারেক রহমান বিএনপির পক্ষ থেকে ২৭ দফা দিয়েছিলেন। পরে যুগপতের শরিকদের পরামর্শে ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা দেয়া হয়।

Manual6 Ad Code

তিনি বলেন, অনেকে আন্দোলনে ছিল, আবার অনেকেই ছিল না। তারেক রহমান যখন ৩১ দফা দেয় তখন দেশ কোথায় যাবে অনেকেরই ধারণা ছিল না। হাসিনা পতনের দেড় বছর আগে এই সংস্কার প্রস্তাব দেয়া হয়েছিল। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে পিছিয়ে পড়া মানুষদের কিভাবে এগিয়ে নেয়া যায় তার প্রস্তাবনা দেয়া হয়েছে তারেক রহমানের ৩১ দফায়।  জাতীয় সরকারের মাধ্যমে এই ৩১ দফা বস্তাবায়নের কথা বলা হয়েছে।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code