৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মেট্রোলাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী নিহত

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ণ
মেট্রোলাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী নিহত

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি

মেট্রোরেল চলাচলের সময় কম্পনরোধে ব্যবহৃত স্প্রিং (বিয়ারিং প্যাড) খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

২৬/১০/২৫ ইং তারিখ রোববার আনুমানিক ১২টা ১৫ মিনিটের সময় রাজধানী ঢাকা ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এই ঘটনাটি ঘটে। নিহত তরুণের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোয়া ১২টার দিকে বিরাট আকারের স্প্রিংটি ছিটকে পড়ে। এসময় ফুটপাত দিয়ে ওই তরুণ ব্যাগ করে হেঁটে যাচ্ছিলেন। স্প্রিংটি তার মাথায় আঘাত লেগে পাশের একটি চাপ-সিঙ্গারা দোকানে আঘাত লাগে ।

Manual2 Ad Code

এতে ওই দোকানের সামনের কাঁচ ভেঙে দুইজন আহত হন। আর মাথায় আঘাত লাগা ওই তরুণ ঘটনাস্থলেই তাৎক্ষণিক মারা যান। নিচে পড়া স্প্রিংটির ওজন প্রায় ৪০ থেকে ৫০ কেজি হবে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code