২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে পানিবন্দী ২০০ পরিবারের মাঝে জি.আর. চাউল বিতরণ

admin
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ণ
মণিরামপুরে পানিবন্দী ২০০ পরিবারের মাঝে জি.আর. চাউল বিতরণ

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, যশোর

Manual5 Ad Code

যশোরের মণিরামপুর উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়নে অতি বর্ষণ ও ভবদহ অঞ্চলের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত, দরিদ্র ও পানিবন্দী ২০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে জি.আর. (গ্র্যাচুইটাস রিলিফ) চাউল বিতরণ করা হয়েছে।

Manual2 Ad Code

বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পরিবারপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

চাউল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি সাহা, ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা জ্যোতি প্রসাদ ঘোষ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা তানজিলা আক্তার (UDC), স্থানীয় সমাজসেবক মইনুল হাসান পান্না, মোঃ আনোয়ার হোসেন ও ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যগণসহ অন্যান্যেরা। সম্প্রতি অতিবৃষ্টি ও ভবদহ অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোকে সহায়তার লক্ষ্যে “মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা (২০১২-২০১৩)” অনুসারে তালিকাভুক্তদের মাঝে জি.আর. চাউল বিনামূল্যে বিতরণ করা হয়।

স্থানীয় প্রশাসন জানায়, এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত জনগণের পাশে থাকবে ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রশাসন।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code