২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রজব, ১৪৪৭ হিজরি

ছাতকে মরহুম ছাইম উল্লাহ স্মৃতি পরিষদের উদ্যোগে মেধা বৃত্তি সনদ ও পুরস্কার বিতরণী

admin
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ণ
ছাতকে মরহুম ছাইম উল্লাহ স্মৃতি পরিষদের উদ্যোগে মেধা বৃত্তি সনদ ও পুরস্কার বিতরণী

Manual5 Ad Code

ফকির হাসান : ছাতকে মরহুম ছাইম উল্লাহ স্মৃতি পরিষদের উদ্যোগে মেধা বৃত্তি সনদ ও পুরস্কার বিতরণী সভা শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ছৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়েছে। সভায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Manual4 Ad Code

ছৈলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী আব্দুন নুরের সভাপতিত্বে ও মেধাবী শিক্ষার্থী মুস্তাক আহমদ ও নাইমুর রহমান উজ্জল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ শাহিদুল হক।

Manual7 Ad Code

বিশেষ অতিথি অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী,মাস্টার শফিকুর রহমান,জনতা মহা বিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী,সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিলুর রহমান,পালপুর জালালিয়া আলিম মাদ্রাসার শিক্ষক এনামুল হক,ছাতক প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ,ধারন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহিবুর রহমান,আবরু মিয়া,ঝিগলী স্কুল এন্ড কলেজের প্রভাষক সেবুল আহমদ,জনতা মহা বিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক রুহুল করিম শিবলু,উপাধ্যক্ষ এমদাদুল হক,পালপুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোস্তাবুর রহমান মোস্তাক,সাহিদ মিয়া।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মরহুম ছাইম উল্লাহ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থী মোস্তাক আহমদ, মরহুম ছাইম উল্লাহ’র সুযোগ্য পুত্র সুজাত আহমদ।

Manual1 Ad Code

বক্তারা বলেন মরহুম ছাইম উল্লাহ ছিলেন একজন সমাজ সেবক, তিনি একজন ইউপি চেয়ারম্যান হিসাবে সাধারণ মানুষের পাশে থেকে সেবা মুলক কাজ করে গেছেন। তার নামে একটি প্রতিষ্ঠান করেছেন তার সন্তানরা। এ প্রতিষ্টানই আজ তার স্মৃতিকে ধরে রেখেছে। মেধাবী শিক্ষার্থীদের নিয়ে তাদের সুন্দর আয়োজন সমাজের একটি ভালো দিক।

উপজেলার বিভিন্ন মাদ্রাসা,কলেজ,হাই স্কুল থেকে ৪২০জন মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং বৃত্তি পরীক্ষায় উত্তির্ন ৪০ জন শিক্ষর্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সভার অতিথিবৃন্দ।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code