বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে পতিত ফ্যাসিস্ট সরকারের সাবেক নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. আসলামের বাড়িতে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৮টার সময় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস।
ধারণা করা হচ্ছে, খালিদ চৌধুরী মৃত শহীদ শরীফ ওসমান হাদীকে ‘জঙ্গি’ আখ্যায়িত করে ফেসবুকে যে ভিডিও পোস্ট দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে উত্তেজিত জনতা এই ঘটনা ঘটিয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে তা নিয়ন্ত্রণে আনেন।
Sharing is caring!