২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নিজ বাসায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করলো পুলিশ

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৫, ০৮:২৮ অপরাহ্ণ
নিজ বাসায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করলো পুলিশ

Manual6 Ad Code

নিউজ ডেস্ক

কুমিল্লা জেলার রেসকোর্স নগরের এলাকায় মিলন আক্তার (৫৪) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual4 Ad Code

গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর উত্তর রেসকোর্সের কাঠেরপুল এলাকার মজুমদার ভিলার দ্বিতীয় তলার ডানপাশের ফ্ল্যাট থেকে খাটের নিচ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিলন আক্তারের বাড়ি বুড়িচং উপজেলার নিমসার (শিকারপুর) গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে রেসকোর্স মজুমদার ভিলায় একাই বসবাস করতেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে পুলিশ, র্যাব ও পিবিআই।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে লাশটি একদিন পূর্বের এবং গলাকাটা। মরদেহে শরীরে কিছুটা পচন ধরেছে তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

প্রতিবেশী ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে মিলন আক্তারের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে রেসকোর্সে মায়ের সঙ্গে থাকতেন তিনি। গত চার থেকে পাঁচ দিন আগে তার মা নোয়াখালীতে চিকিৎসার জন্য যান। এ সময় তিনি একাই বাসায় ছিলেন। তার তিন মেয়ের মধ্যে একজন ইউরোপে স্বামীর সঙ্গে থাকেন।

Manual8 Ad Code

আরেকজন বিবাহসূত্রে নোয়াখালীতে বসবাস করেন। আর তানজিনা আক্তার নামে আরেক মেয়ে রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় থাকেন।

মেয়ে তানজিনা আক্তার জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় তিনি তার মায়ের সঙ্গে যোগাযোগ করতে ফোন করলে পাওয়া যায়নি। পরে নিজেই বাসায় এসে দরজা খুলে দেখতে পান মায়ের অনুপস্থিতি। খাটের নিচে রক্ত দেখে তিনি হকচকিয়ে থাকেন এবং দ্রুত পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

Manual7 Ad Code

নিহতের ভাতিজা মোঃ মাসুদ বলেন, গতকাল সকালে আমার সঙ্গে ফুফুর কথা হয়েছিল। আজ শুনছি ফুফু মারা গেছে। খাটের নিচে লাশটি কিভাবে গেল, এটি নিশ্চয়ই হত্যাকাণ্ড।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহিনুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ডের সম্ভাবনা হিসেবে ধরা হচ্ছে। তবে বিস্তারিত তদন্তের পরই চূড়ান্ত তথ্য জানা যাবে।

ওসি আরও বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পুলিশ ঘটনার কারণ নির্ণয় এবং তদন্তে তৎপর রয়েছে।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code