বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস্ কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) যশোর সেনানিবাসস্থ সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল (এসটিসিএন্ডএস)-এ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ড্যান্ট, এমআইএসটি।
তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। নান্দনিক ও চৌকস এই প্যারেডের মধ্য দিয়ে সিগন্যালস্ কোরের নবীন সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন।
প্রধান অতিথি নবীন সৈনিকদের উদ্দেশ্যে বলেন, আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। তিনি দেশমাতৃকার সেবায় নিজেদের সর্বোচ্চ নিবেদন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, সৈনিকবৃন্দ, আমন্ত্রিত অতিথি, নবীন রিক্রুটদের পরিবারের সদস্য এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।
Sharing is caring!