২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফলিয়াপাড়া ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে উখিয়ায় মানববন্ধন: কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৫, ১০:০৬ অপরাহ্ণ
ফলিয়াপাড়া ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে উখিয়ায় মানববন্ধন: কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ

Manual2 Ad Code

শাকুর মাহমুদ চৌধুরী , উখিয়া

Manual3 Ad Code

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী ফলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল ১০টার দিকে উখিয়া সদরের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন শতশত নারী-পুরুষ, স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Manual8 Ad Code

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ২৫ বছরের পুরনো ও স্থিতিশীল ভোটকেন্দ্র ফলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অযৌক্তিকভাবে মৌলভীপাড়া এলাকার একটি বেসরকারি ক্ষুদ্র প্রতিষ্ঠানে স্থানান্তরের পরিকল্পনা চলছে। সেখানে মাত্র ২২৬ জন ভোটার থাকলেও, ফলিয়াপাড়া কেন্দ্রে রয়েছে প্রায় ৪ হাজার ৮০০ জন ভোটার।

এই সিদ্ধান্তে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। স্থানীয় শিক্ষক জাফর আহমদ বলেন, ফলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শুধু একটি ভোটকেন্দ্র নয়, এটি আমাদের সামাজিক বন্ধনের প্রতীক। এখানে নারী ও প্রবীণ ভোটারদের নিরাপদে ভোট দেওয়ার পরিবেশ ছিল। কেন্দ্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক এবং জনগণের ভোটাধিকার হরণের শামিল।

Manual7 Ad Code

বৃদ্ধা ভোটার নাজমা আক্তার বলেন, আমরা বুড়ো মানুষ, এই স্কুলটা ঘরের পাশেই। এখন যদি অনেক দূরে নিয়ে যায়, তাহলে আমাদের পক্ষে ভোট দেওয়া সম্ভব হবে না। আমাদের কষ্টটা কেউ বুঝবে না।

মানববন্ধনে উপস্থিত স্থানীয় সাংবাদিক ও সমাজনেতা নুর মোহাম্মদ শিকদার বলেন, ফলিয়াপাড়া কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত স্থানীয় জনগণের মতামত ছাড়াই নেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক নীতির পরিপন্থী। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই- এই অবিচারমূলক সিদ্ধান্ত দ্রুত বাতিল করা হোক। অন্যথায়, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

Manual3 Ad Code

অন্যদিকে, ফলিয়াপাড়া এলাকার এক মেধাবী তরুণী ও সমাজকর্মী রোকসানা বেগম মানববন্ধনে বলেন, ফলিয়াপাড়া কেন্দ্রের মাধ্যমে বহু বছর ধরে নারী ভোটাররা নির্ভয়ে ভোট দিয়েছেন। কেন্দ্র সরিয়ে নিলে মেয়েদের অংশগ্রহণ বাধাগ্রস্ত হবে। আমরা চাই প্রশাসন এ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াক।

বক্তারা আরও বলেন, প্রশাসনের উচিত হবে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। কারণ ৪ হাজার ৮০০ ভোটারের কেন্দ্র সরিয়ে মাত্র কয়েকশ ভোটারের এলাকায় স্থানান্তর করা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজকর্মী রফিক উদ্দিন, শিক্ষক হোসনে আরা বেগম, যুবনেতা আজিজুল হক, সাংবাদিক সোহেল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনের শেষাংশে বক্তারা ফলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র হিসেবে অবিলম্বে পুনর্বহাল করার জোর দাবি জানান এবং প্রশাসনের নিকট ন্যায্য সিদ্ধান্ত প্রত্যাশা করেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code