ডেস্ক নিউজ, মনপুরা
ভোলা জেলার মনপুরা উপজেলার দায়িত্ব প্রাপ্ত মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক এর মা ইলিশ রক্ষায় পরিচালিত অভিযানে মনপুরা উপজেলায় আজ ১৬, ১৭ ও ১৮ -অক্টোবর- ২০২৫খ্রি রোজ বৃহস্পতিবার ও শুক্রবার,শনিবার দিনে ও রাতে এই অভিযান পরিচালিত হয়।আটককৃত জালের পরিরমান ১৬ তারিখে ২০হাজার মিটার,১৭ তারিখে ১০ হাজার মিটার, ও রাতের অভিযানে আনুমানিক ৫০হাজার মিটার কারেন্ট জাল আটক করে ধ্বংস করা হয়েছে।
মা ইলিশ রক্ষায় প্রতিদিনের ন্যায় অভিযান পরিচালনা করে মৎস্য দপ্তর ও নৌবাহিনীসহ কোস্টগার্ডের একটি যৌথ চৌকস টিম।পরে মৎস্য বিভাগ ও নৌবাহিনীসহ কোস্টগার্ডের যৌথ অভিযানে মনপুরা উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বিপুল পরিমাণে কারেন্ট জাল ও কিছু জেলেকে আটক করা হয়।উক্ত আটককৃত জালগুলো উপজেলার মেঘনা নদীর তীরে এনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এসিল্যান্ড জেলেদেরকে সাধারণ ক্ষমা করে দেয়ার কথা জানান মৎস্য কর্মকর্তা।অপর দিকে ইলিশ অভয়াশ্রমে নিশেদাজ্ঞার প্রথম দিন থেকে নিয়মিত অভিযান পরিচালনার পর আজ ১৩,১৪,১৫ তম দিন রাত অভিযান পরিচালনা করেন মনপুরা উপজেলা মৎস্য দপ্তরের ও কোস্টগার্ডের একটি চৌকস যৌথ টিম।
তবে আজ ১৭ অক্টোবর -২৫ রোজ শুক্রবার দিন ও রাতের অভিযানে মা ইলিশ নিষেধাজ্ঞায় নদীতে টহলরত অবস্থায় অসাধু কিছু জেলের বিপুল পরিমাণ কারেন্ট জাল ও ৫০কেজি মোট ৮০ কেজি প্রায় ইলিশ মাছ আটক করতে সক্ষম হয়েছে।
পরে মাছ গুলো অসহায় ব্যক্তিদের মাঝে বিতরন করা হয়েছে।মা ইলিশ নিষেধাজ্ঞার প্রথম দিন থেকে এখন পর্যন্ত প্রায় ১ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক ও নৌবাহিনী এবং কোস্টগার্ড সদস্য ও মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তাগন।
Sharing is caring!